WB School Teacher Job 2024 – উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের স্কুলে কর্মী নিয়োগ, বেতন ২২ হাজার টাকা।

WB School Teacher Job 2024 – সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। সরকারের অধীনস্থ গুরুত্বপূর্ণ একটি স্কুলে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। পুরুষ মহিলা আবেদন যোগ্য। বয়স সীমা কি থাকছে? আবেদন পদ্ধতি কি হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাAKARAHAT DISHARI HANDICAPPED SCHOOL AND TRAINING CENTRE
পদের নামAssistant Teacher
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২১.০২.২০২৪

নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ ব্যাঙ্কে চাকরি, ১৮ থেকে ৪০ বছর হলে আবেদন করুন

পদের নাম

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Assistant Teacher।

বয়স সীমা ও বেতন (WB School Teacher Job 2024)

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। তাছাড়া সরকারের নিয়ম অনুযায় বয়সে ছাড় পাওয়া যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

২) এখানে যদি আপনারা (WB School Teacher Job 2024) আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২২,৭০০/- টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে   আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা সমতুল্য কোনও বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এর সাথে সরকারি স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে বধির ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের জন্য বিশেষ ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

coochbeharwb.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি (WB School Teacher Job 2024)

এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৮.০২.২০২৪
আবেদন শেষ২১-০২-২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটcoochbeharwb.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর –রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ, বেতন শুরু ১৭ হাজার থেকে