WB School Teacher Vacancy 2024 – রাজ্যের স্কুলে নতুন কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি।

WB School Teacher Vacancy 2024- আবারও চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। রাজ্যের একটি জেলার অধীনে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে। বয়স সীমা কি থাকছে? আবেদন পদ্ধতি কি হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাIDEAL SCHOOL FOR THE DEAF
পদের নামAsst. Teacher
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
শেষ তারিখ ২৭-০২-২০২৪ (বিকেল ৫ টা পর্যন্ত)

নতুন চাকরির খবর – রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ, বেতন শুরু ১৭ হাজার থেকে

পদের নাম 

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – অ্যাসিস্ট্যান্ট টিচার।

বয়স সীমা ও বেতন (WB School Teacher Vacancy 2024)

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩৯ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

২) বেতন সম্বন্ধে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে (WB School Teacher Vacancy 2024) আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে এছাড়া বধিরদের শিক্ষকতা করার সার্টিফিকেট অথবা ডিপ্লোমা থাকতে হবে ও তার সাথে এক বছরে নির্দিষ্ট বিষয়ের কাজের অভিজ্ঞতা ও থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

north24parganas.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি (WB School Teacher Vacancy 2024)

এখানে ইন্টারভিউ মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার (WB School Teacher Vacancy 2024) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১২-০২-২০২৪
আবেদন শেষ২৭-০২-২০২৪ (বিকেল ৫ টা পর্যন্ত)

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটnorth24parganas.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর –গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ,বেতন প্রতিমাসে ১৬,০০০/- টাকা

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।