WB Supervisor Recruitment 2024 – সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ খুশির খবর। রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমা উল্লেখ করা আছে।
এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | CRIMINAL INVESTIGATION DEPARTMENT |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
শেষ তারিখ | ১১-০২-২০২৪ |
নতুন চাকরির খবর – পৌরসভায় ক্লার্ক কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (WB Supervisor Recruitment 2024)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Supervisor, Computer Analyst।
২) এখানে মোট ৪১ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) এখানে আলাদা করে বয়স সীমা (WB Supervisor Recruitment 2024) উল্লেখ করা নেই সরকারি ক্ষেত্রে নিয়োগের স্বাভাবিক বয়সসীমা।
২) যেহেতু এখানে দুটি পদ আছে এবং প্রত্যেক পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে সে ক্ষেত্রে প্রথম পদের জন্য ৩৩,০০০/- টাকা এবং দ্বিতীয় পদের জন্য ২০,০০০/- টাকা প্রতিমাসে বেতন হিসেবে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB Supervisor Recruitment 2024)
যেহেতু এখানে অনেকগুলি পদ আছে প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সে ক্ষেত্রে কিছু পদে গ্রাজুয়েশন আবার ডিপ্লোমা ডিগ্রী থাকলে এখানে আবেদন করা যাবে। তার জন্য সমস্ত ইচ্ছুক প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
cidwestbengal.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি কি আছে?
এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর (WB Supervisor Recruitment 2024) মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ (WB Supervisor Recruitment 2024) ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২০-০১-২০২৪ |
আবেদন শেষ | ১১-০২-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | cidwestbengal.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর – অষ্টম পাশে ব্যাঙ্কে কর্মী নিয়োগ,আবেদন পদ্ধতি দেখুন