WB Tet Admit Download 2023 – বেশ কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা। এইবারের এই পরীক্ষায় লক্ষ লক্ষ পড়ুয়ারা অংশগ্রহণ করতে চলেছে। তবে এখনো পর্যন্ত অনেক পরীক্ষার্থী তারা কিভাবে নিজেদের পরীক্ষার এডমিট কার্ড (WB Tet Admit Card) ডাউনলোড করবে সে বিষয়ে সম্বন্ধে জানা নেই।
নতুন চাকরির খবর – মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ১১,০০০/- টাকা
আজকের এই প্রতিবেদনে কি ভাবে প্রাইমারি টেট এডমিট কার্ড ডাউনলোড (WB Tet Admit Card) করবেন তার পদ্ধতি গুলি নিচের বিস্তারিত ভাবে উল্লেখ করে দেওয়া হল। তাছাড়া এই সম্বন্ধে আরো কিছু আপডেট পেতে হলে অতি অবশ্যই এই ওয়েবসাইটটি প্রতিদিন ফলো করতে ভুলবেন না।
WB Tet Admit Download 2023
WB Tet Admit Download 2023 – এবারের এই পরীক্ষায় টেট প্রার্থীর সংখ্যা প্রায় তিন লক্ষ দশ হাজার। তবে গত বছরের তুলনায় এ বছরে টেট প্রার্থীর সংখ্যা যদিও অনেকটা কমেছে। এবারে মূল বিষয় হচ্ছে আপনারা কিভাবে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড (WB Tet Admit Download 2023) করবেন। আপনারা চাইলে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে নিজে থেকে বাড়িতে বসে ডাউনলোড করতে পারেন যেতে হবে না কোন সাইবার ক্যাফেতে। চলুন তাহলে জেনে নিন ডাউনলোড করার পদ্ধতিগুলি।
WB Tet Admit Download 2023 – ডাউনলোড করার পদ্ধতি গুলি
১) সর্বপ্রথম সংস্থার ওয়েবসাইট যেতে হবে।
২) এরপরে আপনাদের ওই ওয়েবসাইটের মেনুতে গিয়ে Important লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনারা দেখতে পারবেন টেট ২০২৩ লেখা আছে একটি বক্স সেখানে গিয়ে সরাসরি ক্লিক করতে হবে।
৪) তারপর ডাউনলোড এডমিট কার্ড লেখাটিতে ক্লিক করতে হবে।
৫) সর্বশেষ আবেদনকারীর বয়স ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এইভাবে আপনারা আপনাদের এডমিট কার্ডটি বাড়িতে বসে নিজে থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
Tet Admit Card Download Link | Click Here |
Primary Website Link | Click |
নতুন চাকরির খবর –জেলায় হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য পদে নিয়োগ, বেতন ১৩ হাজার থেকে