WBMDFC Recruitment 2023 – পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। West Bengal Minorities Development & Finance Corporation (WBMDFC) পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এখানে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | West Bengal Minorities Development & Finance Corporation (WBMDFC) |
পদের নাম | Recovery Agent |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
আবেদনের শেষ তারিখ | ২৮-১১-২০২৩ সকাল ১১.০০ |
নতুন চাকরির খবর –কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ২৪ হাজার টাকা
পদের নাম ও শূন্যপদ (WBMDFC Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Recovery Agent।
২) এখানে মোট ০৩ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WBMDFC Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ৪০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার সময় অবশ্যই বয়স সীমা ০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (WBMDFC Recruitment 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে তার সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে ও আবেদন কারীকে অতি অবশ্যই মাইনরিটির কমিউনিটি সদস্য হতে হবে। ঠিক যেমন জৈন, বৌদ্ধ, শিখ, পারসি, মুসলিম। এছাড়া প্রার্থীকে অতি অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে । আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে ইন্টারভিউ দিন ইন্টারভিউস্থানে যেতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.wbmdfc.org পোর্টালে (WBMDFC Recruitment 2023) পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (WBMDFC Recruitment 2023)
এখানে ইন্টারভিউ মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে (WBMDFC Recruitment 2023) অফলাইন বা অনলাইন আলাদা করে কোন আবেদন করতে হবে না। সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে ৩ নম্বর ও ৪ নম্বর পাতায় আবেদন পত্রটি আছে সেটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। এরপর সেই আবেদন পত্রটিকে হাতে কলমে সমস্ত কিছু লিখে এবং সঙ্গে যা যা নথি চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এছাড়া আরো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪-১১-২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ২৮-১১-২০২৩ সকাল ১১.০০ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.wbmdfc.org |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – রাজ্যর স্কুলে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে