WBP Jail Warders Job 2023 – রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আবারো একটি নতুন চাকরির খবর। রাজ্যের সমস্ত জেলে জেল পুলিশ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাস করলেই অনলাইন এর মাধ্যমে খুব সহজেই আবেদন করা যাবে। পুরুষ মহিলা উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। আরো বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।
নিয়োগ সংস্থা | WEST BENGAL POLICE RECRUITMENT BOARD (WBPRB) |
পদের নাম | জেল পুলিশ |
মোট শূন্যপদ | ১৩০ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ২৬.০৮.২০২৩ |
নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা
পদের নাম (WBP Jail Warders Job 2023)
এখানে যে পদে আপনারা আবেদন করবেন সেই পদটির নাম হচ্ছে জেল পুলিশ (Warders/Female Warders)
বয়স সীমা ও বেতন
১) এই উল্লেখিত পদে (WBP Jail Warders Job 2023) আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সের মধ্যে হতে হবে তাছাড়া আবেদন করার সময় অতি অবশ্যই ০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী দেখে নিতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ো এখানে পাওয়া যাবে।
২) উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (WBP Jail Warders Job 2023)
যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অতি অবশ্যই যে কোন স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WBP Jail Warders Job 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে আবেদন মুল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২২০/- টাকা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২০/- টাকা ধার্য করা হয়েছে। আরও বিস্তারিত হবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটির ফলো করুন।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তিনটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে সেখানে উত্তীর্ণ হলে তারপর শারীরিক পরীক্ষা ও তারপর ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে।
কিভাবে আবেদন (WBP Jail Warders Job 2023) করতে হবে?
এখানে আবেদন করতে পারবেন আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে। সবার প্রথমে সংস্থার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখতে হবে যখন নিজের নাম রেজিস্ট্রেশন করবেন তখন বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি অতি অবশ্যই দেবেন। এরপর (WBP Jail Warders Job 2023) আবেদন করার জন্য নির্দিষ্ট যে ফর্ম আসবে সেই ফর্মটিকে ফিলআপ করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজের মধ্যে রেখে আপলোড করতে হবে ও সর্বশেষে আবেদন মূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://wbpolice.gov.in/writereaddata/wbp/Information_Applicants_Warders_23.pdf
আবেদন শুরু | ০৬.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২৬.০৮.২০২৩ |
নতুন চাকরির খবর-রাজ্যে দামোদর ভ্যালিতে কর্মী নিয়োগ, পশ্চিমবঙ্গের মধ্যেই পোস্টিং হবে।