WBP Recruitment 2023 – পশ্চিমবঙ্গ পুলিশে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৬ হাজার টাকা

WBP Recruitment 2023 রাজ্য সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আবেদন করার আগে মনে রাখবেন এটা কিন্তু একটি চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

নিয়োগ সংস্থাডিরেক্টর জেনারেল অফ পুলিশ
পদের নামData Entry Operators (DEO)
মোট শূন্যপদ০৫টি
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ৩১.০৮.২০২৩

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি

পদের নাম ও শূন্যপদ (WBP Recruitment 2023)

এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর (DEO)। মোট এখানে ৫ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন 

১) এখানে আবেদন (WBP Recruitment 2023) করার জন্য ২১ থেকে ৩০ বছর বয়সী সকল প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। অবশ্যই আবেদন করার আগে বয়সের হিসাব ০১-১০-২০২৩ তারিখ অনুযায়ী দেখে নিতে হবে। বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

২) আপনারা যদি এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (WBP Recruitment 2023)

উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার চালানোর বিশেষ দক্ষতা ও সার্টিফিকেটও লাগছে। এছাড়া বিশেষ করে মাইক্রোসফট অ্যাপ্লিকেশনগুলি বিষয় জ্ঞান থাকতে হবে তার সঙ্গে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা থাকা কাম্য। 

নিয়োগ প্রক্রিয়া

এখানে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। সংস্থার বিজ্ঞপ্তি (WBP Recruitment 2023) অনুযায়ী এখানে মোট এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

এই বিজ্ঞপ্তি কোথা (WBP Recruitment 2023) থেকে প্রকাশ হয়েছে ?

wbpolice.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বয়সের (WBP Recruitment 2023) প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) ও আরো অন্যান্য, 

কি ভাবে (WBP Recruitment 2023) আবেদন করতে হবে? 

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সংস্থার বিজ্ঞপ্তি যে বেরিয়েছে তার মধ্যে আবেদন করার ফরম আছে সেই ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। তারপর হাতে-কলমে সমস্ত কিছু তথ্য লিখে তার সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে একটি মুখ বন্ধ ওয়ালা খাম নিতে হবে। খামের মধ্যে আবেদনের ফরমটি ভরে তার ওপরে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে সেটা উল্লেখ করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন পাঠাবার ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০৮.২০২৩
আবেদন শুরু১০.০৮.২০২৩
আবেদন শেষ৩১-০৮-২০২৩

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://wbpolice.gov.in/writereaddata/wbp/Notice_DEO_Telecom.pdf

নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ