WBPDCL Notification 2023 – রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL)- সংস্থার তরফে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। রাজ্যের সমস্ত জেলা থেকে এখানে আবেদনযোগ্য।
নিয়োগ সংস্থা | The West Bengal Power Development Corporation Limited (WBPDCL) |
পদের নাম | Technician Apprentice,Technician Apprentice Diploma |
মোট শূন্যপদ | ৬০ টি |
বয়সসীমা
Technician Apprentice Graduate – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে। Technician Apprentice Diploma – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নতম ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (WBPDCL Notification 2023)
১) Technician Apprentice Graduate – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical Engineering/ Instrumentation/ Mining বিষয়ে চার বছরের পূর্ণ সময় গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে তবে এখানে আবেদন করা যাবে।
২) Technician Apprentice Diploma – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical Engineering/ Instrumentation বিষয়ে তিন বছরের পূর্ণ সময় Diploma Course করা থাকতে হবে তবে এখানে আবেদন করা যাবে।
নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ
মাসিক স্টাইপেন্ড
১) Technician Apprentice Graduate – এই পদে (WBPDCL Notification 2023) আপনারা যদি আবেদন করেন এবং ট্রেনিং নেয়ার সুযোগ পান তাহলে প্রতি মাসে আপনাদের স্টাইপের হবে ৯০০০/- টাকা।
২) Technician Apprentice Diploma – এই পদে আপনারা যদি আবেদন করেন এবং ট্রেনিং নেয়ার সুযোগ পান তাহলে প্রতি মাসে আপনাদের স্টাইপের হবে ৮০০০/- টাকা।
মোট শূন্যপদ
এই পদে (WBPDCL Notification 2023) মোট ৬০ টি শূন্যপদ রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ০১.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৮.২০২৩ |
কিভাবে আবেদন (WBPDCL Notification 2023) করতে হবে?
এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখানে গিয়ে নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে অনলাইনে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এখনো বেশ কিছুটা সময় আছে যারা আবেদন করবেন ভাবছেন অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো রাখতে ভুলবেন না।
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://www.wbpdcl.co.in/uploads/apprenticeship_training/appreticeship_notification_2023.pdf
নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা