WBPSC Food SI Practice Set 07 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 07)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন
১) A একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। B এর ওই কাজটি করতে 10 দিন সময় লাগে। B একা 8 দিন কাজ করার পর চলে গেল। A একা বাকি কাজটি কত দিনে শেষ করতে পারবে ?
A) 10 দিনে
B) 3 দিনে
C) 5 দিনে
D) 2 দিনে
Answer – 3 দিনে
২) কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 393, 1018 এবং 2168 কে ভাগ করলে সবক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে ?
A) 50
B) 39
C) 48
D) 25
Answer – 25
WBPSC Food SI Practice Set 07
৩) একটি সংখ্যাকে 192 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ হয় 54 ওই একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
A) 8
B) 2
C) 6
D) 3
Answer – 6
৪) চার অঙ্কবিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে ?
A) 9934
B) 9914
C) 9936
D) 9938
Answer – 9934
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০২, প্রস্তুতি নিতে শুরু করুন
৫) পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 123 দ্বারা বিভাজ্য ?
A) 10063
B) 1008
C) 10081
D) 610037
Answer – 10086
WBPSC Food SI Practice Set 07
৬) দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুনফল 2048 এবং একটি সংখ্যা অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত ?
A) 64
B) 32
C) 36
D) 16
Answer – 32
৭) দুটি সংখ্যা, তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম। তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ ?
A) 85%
B) 75%
C) 80%
D) 64%
Answer – 85%
৮) এমন কোনও বহুভুজ বাহুর সংখ্যা নির্ণয় করো, যার অন্তঃকোণের সমষ্টি 6 সমকোণ।
A) 7
B) 6
C) 5
D) 8
Answer – 5
৯) বিক্রয়মূল্যের ওপর 25% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে ?
A) 30%
B) 24%
C) 25%
D) 20%
Answer – 20%
১০) 18 টি জিনিসের ক্রয়মূল্য যদি 15 টি জিনিস এর বিক্রয়মূল্যের সমান হয়, তাহলে লাভের পরিমাণ কত ?
A) 20 %
B) 15 %
C) 18 %
D) 25 %
Answer – 20 %
১১) দুটি সংখ্যার অনুপাত 13:37, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে 1:13 ?
A) 10
B) 9
C) 7
D) 11
Answer – 11
WBPSC Food SI Practice Set 07
১২) একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত ?
A) 7.264 মিটার
B) 6.928 মিটার
C) 5.196 মিটার
D) 8.66 মিটার
Answer – 6.928 মিটার
১৩) সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, কত বছরে আসল এবং সুদ উভয় সমান হবে?
A) 50 বছর
B) 25 বছর
C) 10 বছর
D) 100 বছর
Answer – 10 বছর
১৪) বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলে, বৃত্তের পরিধির সমান পরিসীমাবিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ?
A) 11 সেন্টিমিটার
B) 44 সেন্টিমিটার
C) 33 সেন্টিমিটার
D) 22 সেন্টিমিটার
Answer – 33 সেন্টিমিটার
১৫) দুটি সংখ্যার যোগফল 315 এবং গ.সা.গু. 35 হলে, কত জোড়া সংখ্যা সম্ভব ?
A) 3
B) 2
C) 4
D) 5 Answer – 3
নতুন চাকরির খবর – রাজ্যে যোগা ইন্সট্রাক্টর কর্মী নিয়োগ, পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন যোগ্য