WBPSC Food SI Practice Set 02 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০২, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 02 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০২, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন WBPSC Food SI Practice Set 02 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 02)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

১) যখন চাপ বৃদ্ধি পায়, তখন বরফের গলনাঙ্ক
[A] বৃদ্ধি পায়
[B] পরিবর্তিত হয় না
[C] হ্রাস পায়
[D] বরফের অশুদ্ধির উপর নির্ভর করে

Answer – হ্রাস পায়

২) ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হল
[A] জেলা পঞ্চায়েত
[B] গ্রামসভা
[C] নগর পঞ্চায়েত
[D] ক্ষেত্র পঞ্চায়েত

Answer – গ্রামসভা

৩) বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে?
[A] 21 বছর
[B] 35 বছর
[C] 30 বছর
[D] 25 বছর

Answer – 30 বছর

৪) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বসবাসকারী উপজাতিরা কোন জাতির অন্তর্ভুক্ত?
[A] অস্ট্রালয়েড
[B] নেগ্রোয়েড
[C] ককেশয়েড
[D] মঙ্গোলয়েড

Answer – নেগ্রোয়েড

৫) গ্রীনপার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
[A] চন্ডিগড়
[B] দেরাদুন
[C] বেঙ্গালুরু
[D] কানপুর

Answer – কানপুর

WBPSC Food SI Practice Set 02

৬) হিমালয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত?
[A] দেরাদুন
[B] শ্রীনগর
[C] সিমলা
[D] ভুটান

Answer – সিমলা

৭) পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কী?
[A] আগ্নেয়
[B] রূপান্তরিত
[C] পাললিক
[D] স্তরীভূত

Answer – আগ্নেয়

৮) দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগার টি হল
[A] দক্ষিণ গঙ্গোত্রী
[B] জাহ্নবী
[C] মৈত্রী
[D] পূর্বা

Answer – দক্ষিণ গঙ্গোত্রী

৯) পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
[A] ইংল্যান্ড
[B] গ্রিনল্যান্ড
[C] লাক্ষাদ্বীপ
[D] আইসল্যান্ড

Answer – গ্রিনল্যান্ড

১০) সংবিধানের অষ্টম তফশিলের আলোচ্য বিষয় হল
[A] মৌলিক অধিকার
[B] আঞ্চলিক ভাষাসমূহ
[C] নির্দেশমূলক নীতিসমূহ

Answer – আঞ্চলিক ভাষাসমূহ

নতুন চাকরির খবর – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা

WBPSC Food SI Practice Set 02

১১) ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়?
[A] সংসদ
[B] লোকসভা
[C] রাষ্ট্রপতি
[D] বিচার বিভাগ

Answer – সংসদ

১২) ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে?
[A] সংসদ
[B] কেন্দ্রীয় মন্ত্রীসভা
[C] সুপ্রিম কোর্ট
[D] রাষ্ট্রপতি

Answer – সুপ্রিম কোর্ট

১৩) ‘পৃথিবীর কফিপাত্র’ বলা হয় কাকে?
[A] ব্রাজিল
[B] কিউবা
[C] চিলি
[D] আর্জেন্টিনা

Answer – ব্রাজিল

১৪) ‘বুদ্ধচরিত’ গ্রন্থটির রচয়িতা কে?
[A] পাণিন
[B] অশ্বঘোষ
[C] নাগার্জুন
[D] বুদ্ধঘোষ

Answer – অশ্বঘোষ

১৫) কিতাব-উল-হিন্দ কার রচনা?
[A] আল মাসুদি
[B] ফিরদৌসি
[C] সুলেমান
[D] আলবিরুনী

Answer – আলবিরুনী

রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।