WBPSC Food SI Recruitment 2023 – দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ফুড SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় খুব সহজেই আবেদন করা যাবে। রাজ্যের যে কোন জেলা থেকে উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরই নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | Public Service Commission West Bengal (WBPSC) |
পদের নাম | ফুড সাব ইন্সপেক্টর |
মোট শূন্যপদ | 480 টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ২০ সেপ্টেম্বর, ২০২৩ |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন
পদের নাম ও শূন্যপদ (WBPSC Food SI Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ৪৮০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। {UR-২২০ টি, SC-৯৭ টি, ST-২৯ টি, OBC (A)-৪৮ টি, OBC (B)-৩৪ টি, PWBD-১৯ টি, Ex Service Men – ২৪ টি (UR-১৯, SC-৫), Meritorious Sports Person-৯ টি (UR)}
বয়স সীমা ও বেতন
১) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী (WBPSC Food SI Recruitment 2023) উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়সসীমা সর্বনিম্ন বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর মধ্যে হতে হবে।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে পে লেভেল ৬ অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে (WBPSC Food SI Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করতে গেলে অবশ্যই সেই প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে সঙ্গে অতি অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিশদ জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
এই বিজ্ঞপ্তি কোথা (WBPSC Food SI Recruitment 2023) থেকে প্রকাশ হয়েছে ?
wbpsc.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন মূল্য
এখানে আবেদন করতে কোন রকম আবেদন মূল্য লাগছে। এখানে অনলাইনে আবেদন করার জন্য আবেদনমূল্য ১১৫ টাকা লাগছে। এছাড়া সরাসরি যদি ব্যাংকের কাউন্টারে জমা করেন তাহলে ১৩০ টাকা আবেদন জমা করতে হবে। পশ্চিমবঙ্গে SC/ ST/ PWbd শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য লাগবে না তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে।
SI নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে। প্রথমটি হল লিখিত পরীক্ষা ও দ্বিতীয় টি হল পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের ও পার্সোনালিটি টেস্ট হবে ২০ নম্বরের।
ফুড SI পরীক্ষার (WBPSC Food SI Recruitment 2023) সেন্টার কোথায় হবে?
রাজ্যের প্রতিটি জেলাতেই ফুড সাপ ইন্সপেক্টর পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছে সেন্টারগুলি দেখে নিন – কলকাতা, আলিপুরদুয়ার, মালদা, ডায়মন্ড হারবার, শিলিগুড়ি, বারাসাত, কোচবিহার, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর,জলপাইগুড়ি, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ব্যারাকপুর,বারুইপুর, ঝাড়গ্রাম, সিউড়ি, হরমপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কালিম্পং এবং দার্জিলিং।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য অবশ্যই সংস্থার অফিসার ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে (WBPSC Food SI Recruitment 2023) রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। যারা আগের রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের সরাসরি লগইন করে আবেদন শুরু করতে হবে। এরপর নিজের নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নাম্বার ও ছবিসহ সমস্ত তথ্য দিয়ে অনলাইনে যে ফর্মটি আছে সেই ফর্ম ফিলাপ করতে হবে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে। সর্বশেষে আবেদন মূল্য দিয়ে আবেদন করতে হবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২.০৮.২০২৩ |
আবেদন শুরু | ২৩.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২০.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
FAQ: WBPSC Food SI Recruitment 2023 – রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি।
Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
Ans – মাধ্যমিক পাশ।
Q – কতজনকে এখানে নিয়োগ করা হবে ?
Ans – ৪৮০ জনকে নিয়োগ করা হবে।
Q – আবেদন করার জন্য বয়সসীমা কত লাগছে?
Ans – ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।
Q – আবেদন শুরু কবে থেকে?
Ans – ২৩.০৮.২০২৩ তারিখ থেকে।
Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans – ২০.০৯.২০২৩ এই তারিখ অব্দি।
নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, অনলাইনে আবেদন জানান