West Bengal Ration List – মার্চ মাসে পাবেন বস্তা ভর্তি রেশন ! জেনে নিন কোন কার্ডে কতোটা সামগ্রী পাবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

West Bengal Ration List – রাজ্য সরকার রেশন কার্ডের সাহায্যে গরীব ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের সাহায্য করে থাকে। এই কার্ডের মাধ্যমে কম আয় করা পরিবার গুলোকে খাদ্য সামগ্রী দেয় সরকার এতে তাদের অনেক সুবিধা হয়। যদি আপনার রেশন কার্ড রয়েছে তাহলে সরকার মার্চ মাসে আপনাদের জন্য একটি নতুন কর্মসূচি নিয়ে এসেছেন।

এই মাসে কোন রেশন কার্ডে কতটা সুবিধা ও খাদ্যসামগ্রী দেওয়া হবে চলুন সেটি জেনে নিই। পশ্চিমবঙ্গ সরকার চার রকমের রেশন কার্ড দিয়ে থাকেন। যেগুলো হল অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH), অগ্রাধিকার পরিবার (PHH) এবং RKSY-1 ও RKSY-2

পশ্চিমবঙ্গের রেশন কার্ডের তালিকা (West Bengal Ration List)

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ডটি হল খুব গরীব পরিবারদের জন্য। এই কার্ডে দেওয়া হয় ২১ কেজি চাল, ১৩.৩০০ গ্রাম অথবা ১৪ কেজি গম এবং চিনি ১ চিনি। কিন্তু এখন গম দেওয়া হয় না সেটির বদলে আটা দেওয়া হয়।

বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) ও অগ্রাধিকার পরিবার (PHH) – এই কার্ডটি মূলত মধ্যবিত্ত পরিবার অর্থাৎ কম আয় করা পরিবারদের জন্য। যাদের এই কার্ডটি রয়েছে তাদেরকে ৩ কেজি চাল এবং আটা দেওয়া হয় ১ কেজি ৯০০ গ্রাম।

মার্চের শুরুতে বেড়ে গেল LPG গ্যাসের দাম! জানুন আজকে গ্যাসের কতো দাম ?

RKSY-1 ও RKSY-2 – (RKSY-1) কার্ডটি যাদের রয়েছে তাদেরকে ৫ কেজি চাল দেওয়া হয়। অন্যদিকে RKSY-2 রেশন কার্ড থাকলে দেওয়া হয় ২ কেজি। এই কার্ডটি বিশেষত নিম্ন মধ্যবিত্ত পরিবারদের সাহায্য করবার জন্যই।

জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের রেশন কার্ড – এই কার্ডে রয়েছে দারুন ব্যবস্থা। এই কার্ডে পার্বত্য ও জঙ্গমহলে থাকা গরীব মানুষদের সাহায্য করা হয়। এই রেশন কার্ডে তাদের বেশিকরে রেশন দেওয়া হয়। শুধু তাই নয় এই কার্ডে চা বাগানে কাজ করা শ্রমিকদেরও সাহায্য করা হয়।

এই রেশন কার্ড দেওয়ার পেছনে কী উদ্দেশ্য রয়েছে সরকারের?

রাজ্য সরকার মূলত খাদ্যসামগ্রী বিতরণের দিকে স্বচ্ছতা নিশ্চিত করতে ও রাজ্যের সকল পরিবারের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করবার জন্যই রেশন কার্ডের ব্যবস্থা করেছেন। এছাড়াও এগুলো ক্ষেত্রে সরকার খুবই সাবধানতা মেনে চলে।

এছাড়াও সরকার চায় যারা আসল সুবিধাভোগী তাদের কাছে কোনো প্রতারণা না করে রেশন পৌঁছে দেওয়া। শুধু তাই নয় সরকার এখন চাইছে রেশন ব্যবস্থাকে আরো কার্যকরী করতে এবং সহজে সরকারের কাছে পৌঁছে যেতে।

রাজ্যে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা, কারা পাবেন দেখেনিন এখনই।