Yuvashree Prakalpa Apply New Update – এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে যুবশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করা হলো। ইতিমধ্যেই যে সকল প্রার্থীরা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই আপডেট ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিজ্ঞপ্তিতে এমন কিছু রয়েছে না জানলে টাকা নাও পেতে পারেন প্রার্থীরা। তাই অবশ্যই এই প্রতিবেদন প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।
যুবশ্রী প্রকল্প নিয়ে আপডেট
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যেই অনেকেই আবেদন করেছেন। প্রতিমাসে এই প্রকল্প থেকে ১৫০০/- টাকা করে দেওয়া হয় প্রার্থীদের। আবেদনকারীর ব্যাংক একাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়।
DVC তে একাধিক শূন্যপদে নতুন কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন।
যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা (New Waiting list) প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট “employmentbankwb.gov.in” এর “VIEW YUVASREE WAITING LIST” লিঙ্কটিতে পাওয়া যাবে।
ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কি করবেন?
ওয়েটিং লিস্টে যে সকল চাকরি প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত থাকবে, তাদের আগামী ১১/০৬/২০২৪ হইতে ০৭/০৭/২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে Submit Annexure-I link এ অনলাইন এ জমা করে প্রিন্ট-আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশন এর জন্য Annexure-II সহ আগামী ০৮/০৭/২০২৪ তারিখের মধ্যে জমা করতে হবে।
ফর্ম কোথায় পাওয়া যাবে (Yuvashree Prakalpa Apply New Update)
Annexure-।। ফর্ম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে Yuvasree সাব-মেনুতে পাওয়া যাবে। “যুবশ্রী” প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধে পাবার জন্য বিবেচিত হবেন, তা না হলে নয়।
“যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে জন্য Annexure-I & Annexure-II জমা করার নির্দেশিকা
এই ফর্মটি আপনারা নিজে থেকে বাড়িতে বসেও ফিলাপ করে সাবমিট করতে পারেন বা আপনাদের এই ফর্মটি ফিলাপ করতে হবে কি না? সেটা জানতে পারবেন নিজে থেকে বাড়ি বসে।
কিভাবে চেক করতে হবে?
যে সমস্ত আবেদনকারীরা এখানে (Yuvashree Prakalpa Apply New Update) আবেদন করেছেন তাদেরকে সবার প্রথম এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (employmentbankwb.gov.in)। এবার ওইখানে Track Status for Enrollment And yuvashree এই লিংক টি তে ক্লিক করুন। এরপর আপনার যে EB নাম্বারটি আছে সেটিকে বসিয়ে ও নির্দিষ্ট ক্যাপচা কোডটি বসিয়ে সাবমিট করুন এরপরে আপনি দেখতে পারবেন আপনার ANNEXURE-III ফর্ম জমা দিতে হবে কি হবে না।
এই ফর্মটি জমা দিতে হবে অর্থাৎ অনলাইনে আপডেট দিতে হবে তারা নিজে থেকেও বাড়িতে বসেও এই ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করে জমা দিতে পারে বা নিকটবর্তী কোন তথ্য মিত্র কেন্দ্রে গিয়েও তাদেরকে বলল এই কাজটি তারা সম্পন্ন করে দিতে পারবে।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | employmentbankwb.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।