Yuvashree Prakalpa New Update 2024 – আবারো বছরের শুরুতেই যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা যাই বলুন তাই নিয়ে নতুন আপডেট চলে আসলো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে। এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছে তাদের কাছে। আর তাই নিয়ে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে শেয়ার করবেন।
ইতিমধ্যে এই প্রকল্পে অনেকেই আবেদন করে ফেলেছে এবং প্রত্যেক মাসে এখান থেকে ১৫০০/- টাকা করে পেয়েও থাকেন। এই প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারীদের ব্যাংকের একাউন্টে যোগ হয়।
Yuvashree Prakalpa New Update 2024
তবে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি আপডেট এসেছে আপডেটটি হচ্ছে ANNEXURE-III ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফর্ম সাবমিট না করে তাহলে পরবর্তীকালে এই প্রকল্পের মাধ্যমে যে সুবিধা পেয়ে থাকে সেটা পেতে অসুবিধা হতে পারে।
এই ফর্মটির লাস্ট ডেট কবে?
এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫/০১/২০২৪ তারিখ থেকে ০৪/০২/২০২৪ তারিখের মধ্যে অবশ্যই Annexure-III ফর্মটি “SUBMIT ANNEXURE -III” Link এর মাধ্যমে online জমা দিতে অনুরোধ করা হয়েছে। তবে (Yuvashree Prakalpa New Update 2024) আবারো সবাইকেই যে এই ফর্ম সাবমিট করতে হবে এরকম কিন্তু নয়। ফর্ম সাবমিট করতে হবে কাদেরকে সেটা দেখার জন্য উপায়ও আছে সেটা বিস্তারিত নিচে বলে দেওয়া হলো।
এই ফর্মটি আপনারা নিজে থেকে বাড়িতে বসেও ফিলাপ করে সাবমিট করতে পারেন বা আপনাদের এই ফর্মটি ফিলাপ করতে হবে কি না? সেটা জানতে পারবেন নিজে থেকে বাড়ি বসে।
কিভাবে চেক করতে হবে?
যে সমস্ত আবেদনকারীরা এখানে (Yuvashree Prakalpa New Update 2024) আবেদন করেছেন তাদেরকে সবার প্রথম এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (employmentbankwb.gov. in)। এবার ওইখানে Track Status for Enrollment And yuvashree এই লিংক টি তে ক্লিক করুন। এরপর আপনার যে EB নাম্বারটি আছে সেটিকে বসিয়ে ও নির্দিষ্ট ক্যাপচা কোডটি বসিয়ে সাবমিট করুন এরপরে আপনি দেখতে পারবেন আপনার ANNEXURE-III ফর্ম জমা দিতে হবে কি হবে না।
এবার যাদের এই ফর্মটি জমা দিতে হবে অর্থাৎ অনলাইনে আপডেট দিতে হবে তারা নিজে থেকেও বাড়িতে বসেও এই ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করে জমা দিতে পারে বা নিকটবর্তী কোন তথ্য মিত্র কেন্দ্রে গিয়েও তাদেরকে বলল এই কাজটি তারা সম্পন্ন করে দিতে পারবে।
নতুন চাকরির খবর – জেলায় অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরি,
আরো গুরুত্বপূর্ণ কোন আপডেট আসলে অবশ্যই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরব আপনাদের সামনে অতি অবশ্যই আপনার এই ওয়েবসাইটটিকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না আছে। এছাড়া আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও whatsapp গ্রুপে যুক্ত হতে পারেন ওপরে দেওয়া আছে।
Official Website | View Now |