WB Gram Panchayat Exam Practice Set 63 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬৩, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 63 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬৩ (WB Gram Panchayat Exam Practice Set 63)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 63

১) কোন উৎসেচক রোগ জীবাণু ধ্বংস করে ?

[A] টায়ালিন

[B] লাইপেজ

[C] পেপসিন

[D] লাইসোজাইম

Answer – লাইসোজাইম

২) প্রাপ্তবয়স্ক পুরুষের হৃদপিন্ডের ওজন –

[A] 300-350 gm

[B] 200-250 gm

[C] 750 gm

[D] 500 gm

Answer – 300-350 gm

৩) মানবশিশুর অস্থায়ী দাঁতের সংখ্যা –

[A] 32

[B] 20

[C] 24

[D] 28

Answer – 20

৪) উদ্ভিদের সর্বাধিক বাপমোচন হয় –

[A] কান্ডর দ্বারা

[B] কিউটিকল দ্বারা

[C] পত্ররন্ধ্র দ্বারা

[D] কোনোটিই নয়

Answer – পত্ররন্ধ্র দ্বারা

৫) রুই মাছের আঁশের নাম হল –

[A] গ্যানয়েড

[B] টিনয়েড

[C] প্ল্যাকয়েড

[D] সাইক্লয়েড

Answer – সাইক্লয়েড+

WB Gram Panchayat Exam Practice Set 63

৬) হাঙ্গর এর আসল নাম হল –

[A] গ্যানয়েড

[B] টিনয়েড

[C] প্ল্যাকয়েড

[D] সাইক্লয়েড

Answer – প্ল্যাকয়েড

৭) একটি ব্যক্তজীবী উদ্ভিদ হল –

[A] পোগোনেটাম

[B] ড্রায়পটেরিস

[C] আগারিকাস

[D] পাইনাস

Answer – পাইনাস

৮) জলজ রেশম’ কোন উদ্ভিদের সাধারণ নাম ?

[A] স্পাইরোগাইরা

[B] ভলভক্স

[C] মিউকর

[D] ক্ল্যামাইডোমোনাস

Answer – স্পাইরোগাইরা

৯) ব্যাঙের ছাতা’ নিচের কোন উদ্ভিদটি ?

[A] পেনিসিলিয়াম

[B] ইস্ট

[C] মিউর

[D] আ্যগারিকাস

Answer – আ্যগারিকাস

১০) সরীসৃপের আঁশ –

[A] এপিডারমিসজাত

[B] মোচিত হয়

[C] শুষ্ক

[D] সবকটিই

Answer – সবকটিই

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) পুং ও স্ত্রী রেনুপত্রমঞ্জরী কোন উদ্ভিদের বৈশিষ্ট্য ?

[A] পাইনাস

[B] ড্রায়পটেরিস

[C] রিকসিয়া

[D] পোগোনেটাম

Answer – পাইনাস

১২) সোরাস কোন উদ্ভিদের বৈশিষ্ট্য ?

[A] পাইনাস

[B] পোগোনেটাম

[C] বট

[D] ড্রায়পটেরিস

Answer – ড্রায়পটেরিস

১৩) নিচের কোনটি ক্যাট ফিশস ?

[A] হাঙ্গর

[B] রুই মাছ

[C] কই মাছ

[D] শিঙি মাছ

Answer – শিঙি মাছ

১৪) নিচের কোনটি কার্প নামে পরিচিত ?

[A] হাঙ্গর

[B] রুই মাছ

[C] কই মাছ

[D] শিঙি মাছ

Answer – রুই মাছ

১৫) নিচের কোনটি ডগ ফিশ নামে পরিচিত ?

[A] রুই মাছ

[B] হাঙ্গর

[C] কই মাছ

[D] শিঙি মাছ

Answer – হাঙ্গর

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here