ABC Id Apply Online – এই ABC ID এখন বাধ্যতামূলক হয়ে গেছে। কি এই ID? ABC ID – এর সম্পূর্ণ মানে Academic Bank of Credit আইডি। এটি হচ্ছে জাতীয় স্তরের পরিষেবা এই কার্ডের মধ্যে পড়ুয়াদের উচ্চশিক্ষায় পড়াশোনার জন্য যাবতীয় তথ্য নথিভুক্ত থাকবে। আর আজকের এই বিষয় নিয়েই এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবেন বুঝবেন তবেই আবেদন করবেন।
ABC Id বৈশিষ্ট্য
যদি কোনো পড়ুয়া কোনো কোর্স করার মাঝপথে যদি কোন সমস্যার কারণে পড়াশোনা ছেড়ে দেয় এবং পরবর্তীকালে সে যদি আবার সেই কোর্সে ভর্তি হতে চাই তাহলে তাকে আর আগের মতো প্রথম থেকে সেই কোর্সে ভর্তি হতে হবে না। যেখান থেকে পড়াশোনা ছেড়েছেন সেখান থেকেই আবার পড়াশোনা পুনরায় চালিয়ে যেতে পারবেন এই কার্ডের সুবিধার্থে।
ABC Id Apply Online
এছাড়া এই কার্ড থেকে অনেক (ABC Id Apply Online) রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে ভবিষ্যতে। এবং এই কার্ড বানাতে কোন টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে নিজে থেকেই বাড়িতে বসে আবেদন করা যেতে পারে। এছাড়া এই কার্ডে শিক্ষার্থীদের সারা জীবনের অর্জিত শিক্ষার পয়েন্ট ক্রেডিট হিসেবে থাকবে।
এই কার্ড তৈরি করতে কি কি লাগবে ?
এই কার্ড বানাতে বা এই কার্ডের সুবিধা পেতে গেলে দুটো জিনিস লাগবে সর্বপ্রথম আবেদনকারীর (ABC Id Apply Online) আধার কার্ড ও তার সাথে একটি ফোন নাম্বার লিঙ্ক করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তাছাড়া আবেদন করার সময় অবশ্যই সেই মোবাইলটি লাগবে কারণ সেই মোবাইলের ওটিপি দিয়েই ABC ID তৈরি হবে।
কিভাবে আবেদন করতে হবে?
১) এই কার্ড নিজে থেকে বাড়িতে বসে বানিয়ে নেওয়া যেতে পারে। সর্বপ্রথম নিজের মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে।
২) এরপরে Digilocker App নামক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
৩) তারপর ওই অ্যাপটি সাইন আপ (ABC Id Apply Online) করুন সঠিক তথ্য দিয়ে।
৪) এরপর যে সমস্ত পড়ুয়ার এই আইডি বানাবে তারা তাদের নিজেদের নাম জন্মতারিখ মোবাইল নাম্বার ও সঠিক জিমেল আইডি দিয়ে সাবমিট করতে হবে।
নতুন চাকরির খবর – জেলায় অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরি,
৫) আবেদন করার পরে মোবাইলে যখন OTP আসবে সেই ওটিপি বসিয়ে ফর্ম ফিলাপটি করে সাবমিট করতে হবে।
৬) এরপর যখন ডিজি লকার আইডি তৈরি হয়ে যাবে তারপর ব্যাংক এসে আবার পুনরায় লগইন করলে ABC ID জন্য রেজিস্ট্রেশন অপশন আসবে এবং সেখান থেকে ক্লিক করে আপনাদের এবিসি আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারেন বাড়িতে বসে। এইভাবে নিজে থেকে এবিসি আই ডি ডাউনলোড করে ফেলুন আজি।
এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অতি অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমাদের whatsapp গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ওপরে সরাসরি লিংক দেওয়া আছে সেখান থেকে।
Official Website | View Now |