BECIL MTS Recruitment 2023- ২০,৪৮৮ টাকার বেতনে MTS পদে কর্মী নিয়োগ, পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য

BECIL MTS Recruitment 2023 – যে সকল চাকরিপ্রার্থীরা MTS পদে আবেদন করবেন বলে অপেক্ষা করছিলেন তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একাধিক শূন্য পদে মাল্টি টাস্কিং স্টাফ ও আরো অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করে নিতে পারবে। আরো বিস্তারিত কিছু তথ্যের জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি এই বিজ্ঞপ্তির পোস্টটি পড়তে থাকুন আর আবেদন করার সময় অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন ।

নিয়োগ সংস্থাBroadcast Engineering Consultants India Limited
পদের নামMulti-Tasking Staff, Lab Analyst সহ আরো অন্যান্য পদ
মোট শূন্যপদ০৬ টি

নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ

পদের নাম (BECIL MTS Recruitment 2023)

এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে নিচে তা উল্লেখ করে দেওয়া হলো শূণ্য পদ সমেত

১) Lab Analyst – ০১
২) Multi- Tasking Staff – ০১
৩) Lab Analyst and Sampler – ০২
৪) JTO (Siddha) – ০২

শিক্ষাগত যোগ্যতা

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (BECIL MTS Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের এখানে যে কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে BA, B.Com, স্নাতক, স্নাতকোত্তর কমপ্লিট কমপ্লিট করা থাকলে এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তিটি ফলো করুন। 

বেতন (BECIL MTS Recruitment 2023)

এখানে উল্লেখিত পদ গুলিতে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে সেগুলি নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো
১) Lab Analyst – ২৪,৪০০/-
২) Multi- Tasking Staff – ২০,৪৮৮/-
৩) Lab Analyst and Sampler – ২৪,৪০০/-
৪) JTO (Siddha) – ৩৫,০০০/-

আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া 

১) এখানে যদি আপনারা (BECIL MTS Recruitment 2023) আবেদন করেন অবশ্যই আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। GEN / OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৮৮৫/- টাকা ও SC / ST/ EWS প্রার্থীদের জন্য ৫৩১/-  টাকা ধার্য করা হয়েছে। আবেদন মূল্য এখানে অনেকটাই বেশি সেক্ষেত্রে অবশ্যই আবেদনমূল্য দেওয়ার আগে ও আবেদন করার আগে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

২) এখানে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে দুটি ধাপে প্রথমটি লিখিত পরীক্ষা হবে সেখানে যদি প্রার্থীরা উত্তীর্ণ হয় তাহলে পরবর্তীকালে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে।

কিভাবে (BECIL MTS Recruitment 2023) আবেদন করতে হবে?

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন (BECIL MTS Recruitment 2023) করবেন ভাবছেন এখানে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।
২) আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
৩) এরপরে নিজের নাম ফোন নাম্বার ও ইমেইল আইডি দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৪) তারপর আবেদন করার জন্য নির্দিষ্ট পদটিকে চয়েস করতে হবে ও যেটি আবেদন মূল্য আছে সেটিকে দিয়ে তার সাথে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করে দিতে হবে।
৫) এরপর সমস্ত কিছু দেখে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।

আবেদন শুরু১৭.০৭.২০২৩
আবেদন শেষ০৬.০৮.২০২৩

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://www.becil.com/uploads/vacancy/350EIA20July23pdf-025ed5538880ad03d49874b29493907c.pdf

https://www.becil.com/uploads/vacancy/349NCISM20July23pdf-1df06d9743d2eb69eb1f0da2aafea2bf.pdf

নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা