District Court Recruitment 2023 – রাজ্যের একটি জেলা থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। চাকরি পাওয়া প্রার্থীদের প্রতি মাসে ১৩,৫০০ টাকা বেতন দেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সমস্ত কিছু বিষয় জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়তে থাকুন। এই ধরনের চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে আজই যুক্ত হন।
নিয়োগ সংস্থা | District Legal Services Authority, Jhargram |
পদের নাম | P.A./Stenographer |
মোট শূন্যপদ | ০১ টি |
বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা
১) এই উল্লেখিত পদে (District Court Recruitment 2023) প্রার্থীদের আবেদন করার জন্য বয়স সীমা লাগবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত।
২) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে উচ্চমাধ্যমিক পাস সহ ট্রেনোগ্রাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ও তার সাথে কম্পিউটার অপারেটিং এবং প্রিন্টার চালানোর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ
মাসিক বেতন ও আবেদন মূল্য (District Court Recruitment 2023)
১) যদি আপনারা এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৩৫০০ টাকা দেওয়া হবে। আরও বিস্তারিত হবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।
২) এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন মূল্য হিসেবে ৩৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন মূল্য পাঠাতে হবে ব্যাংকের একাউন্টের মাধ্যমে। আবেদনমূল্য সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাউনলোড করে পরবর্তী তথ্য দেখতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া
জেলা আদালতের (District Court Recruitment 2023) এই পদে নিয়োগ প্রক্রিয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। যোগ্য সঠিক প্রার্থী বাছাই করেই এখানে নিয়োগ হবে এবং পরীক্ষা হবে তার দুটি ধাপের মাধ্যমে।
কিভাবে আবেদন (District Court Recruitment 2023) করতে হবে?
যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন অবশ্যই যাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য (District Court Recruitment 2023) অবশ্যই সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে A4 পেপারে প্রিন্ট আউট করে সেখানে হাতে কলমে সমস্ত কিছু ডিটেলস লিখে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2023/07/2023071437.pdf
নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা