Food SI Exam Details 2024 – ফুড SI পরীক্ষা কবে হবে? বিস্তারিত জানুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Food SI Exam Details 2024আপনারা প্রত্যেকেই জানেন গত কয়েক বছর আগে অর্থাৎ ২০১৯ সালে Food SI পরীক্ষা হয়েছিল। এরপর আবার নতুন করে বিজ্ঞপ্তি বেরোয় ২০২৩ সালে। ওই বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ ৪৮০ টি তবে আবেদনের সংখ্যা তথ্য জানলে চোখ কপালে উঠবে। সূত্র মারফত জানা গেছে ২০২৩ সালে ফুড SI পরীক্ষা দেওয়ার জন্য আবেদন সংখ্যা মোট ১৩ লক্ষ ৩৬ হাজার।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে পরীক্ষা তো হলো না তাহলে ২০২৪ সালে কবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা (Food SI Exam Details 2024)আছে সেই নিয়ে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন এবং যারা এটার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে রেগুলারই ফুড SI নিয়ে বিগত বছরের প্রশ্নগুলির ওপরে ভিত্তি করে একটি সাজেশন আপনাদের জন্য তুলে ধরা হয়েছে অতি অবশ্যই রেগুলার ফলো করতে পারেন।

আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি, আবেদন পদ্ধতি দেখে নিন

২০২৩ সালে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এবং এই পরীক্ষার জন্য সবাই মোটামুটি প্রস্তুতি (Food SI Exam Details 2024) নিতে শুরু করেছিল ও সবাই এটাও মনে করেছিল যে ওই বছরই এই পরীক্ষা সম্পূর্ণ হবে কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা ও বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের জন্য পরীক্ষা পিছুতেই থাকে।

মূলত এই পরীক্ষা উদ্যোগ নিয়েছিল স্বয়ং সরকার এবং সেটি অনুষ্ঠান হতে চলেছিল সম্ভবত এই জানুয়ারি মাসে তবে এত বড় পরীক্ষা হওয়ার আগে সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলিতে একটি নোটিশ পাঠানো হতো তবে এখনও পর্যন্ত তা পাঠানো হয়নি।

যদিও স্কুলগুলি বড়দিনের ছুটির জন্য বন্ধ রয়েছে। এদিকে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তাই অনুমান করা যাচ্ছে হয়তো ফেব্রুয়ারিতেও এই পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

তবে আশা করা যাচ্ছে ২০২৪ সাল অর্থাৎ এই বছরই মার্চ মাসে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা প্রবল যদিও তার আগে সমস্ত পরীক্ষা সেন্টার গুলিতে নোটিশ (Food SI Exam Details 2024)পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে তখনই আপনারা জানতে পারবেন যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে চলেছে।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে দূর্গা পুজো থেকে শুরু করে TET পরীক্ষা ও বিভিন্ন রকম সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পরীক্ষা নেওয়া হয় নি। আবার বছরের শুরুতেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য এই পরীক্ষা পিছুতে আছে।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

তবে অনুমান করা যাচ্ছে মার্চ মাসে এই পরীক্ষা নেওয়া সম্ভব হতে পারে। দেখার বিষয় কবে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষা নেওয়া হবে তার এডমিট কার্ড ডাউনলোড করার অপশন চালু হয় এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হয় তার তারিখ জানা যাবে।

এছাড়া যারা এই পরীক্ষার জন্য (Food SI Exam Details 2024) প্রস্তুতি নিচ্ছেন আপনারা অতি অবশ্যই এই পোর্টালে রেগুলারই সন্ধ্যেবেলায় একটি করে Food SI এর প্র্যাকটিস সেট পাবলিশ করা হয় আপনারা সেটা দেখতে পারেন এবং শেয়ার করতে পারেন।

ফুড সাব ইন্সপেক্টর সমস্ত সেট প্র্যাকটিস সেটView Now

প্রতিমাসে ১৫০০ টাকা ভাতা ! মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখলেন, জানুন বিস্তারিত