Group D Recruitment 2023 – মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Group D Recruitment 2023 – ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে দশটি শূন্য করে কর্মী নিযুক্ত করা হবে। ভারতবর্ষের নাগরিক হলেই এখানে আবেদন করা যাবে সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আবেদন করতে কি কি লাগছে ও আবেদন মূল্য কি আছে সমস্ত তথ্য জানার জন্য এই পোস্টটি প্রথম থেকে শেষ অব্দি পড়তে থাকুন।

নিয়োগ সংস্থাIndian Coast Guard
পদের নামPeon, Driver, Mali সহ ও আরও অন্যান্য 
মোট শূন্যপদ১০ টি

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি

যে সমস্ত (Group D Recruitment 2023) পদে এখানে নিযুক্ত করা হবে 

১) Driver
২) Fitter
৩) Peon
৪) Sweeper
৫) Cleaner
৬) Mali

বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা

১) এই উল্লেখিত পদ গুলিতে (Group D Recruitment 2023) প্রার্থীদের আবেদন করার জন্য বয়স সীমা লাগবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

২) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট বিষয়ের ওপরে আইটিআই (ITI) কমপ্লিট করা থাকলেই এই পদে আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া (Group D Recruitment 2023)

এখানে নিয়োগ হবে তিনটি ধাপে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা মাধ্যমে। পাশ করলে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নির্বাচন করা হবে প্রার্থী।

আবেদন করতে (Group D Recruitment 2023) কি কি ডকুমেন্টস লাগবে?

১)  বয়সে প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো, 

কিভাবে আবেদন করতে হবে?

১) এখানে আবেদন করতে (Group D Recruitment 2023) হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে ওটিপি দিয়ে লগইন করতে হবে।
৪) লগইন করার পরে যে পদের জন্য আবেদন করবেন সেই পদটিকে দিয়ে চয়েস করতে হবে।
৫) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৬) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৭) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আরো বিশদভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন। 

আবেদন শুরু০১.০৭.২০২৩
আবেদন শেষ১৪.০৮.২০২৩

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/2023063005504362797012023EnglishcivilianAdvertisementforWebsite.pdf

নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ