How To become BDO Officer -উচ্চশিক্ষা লাভের পর চাকরির আশা করেন সকলে। যোগ্যতা এবং অধ্যাবসায় থাকলে যে চাকরি পাওয়া যায়, একথা প্রমাণ করে দিয়েছেন বহু চাকরি প্রার্থীরা। তবে অনেকেই চান বিডিও অফিসার হতে। কিন্তু জানেন না কিভাবে হওয়া যায় বিডিও। BDO এর পুরো কথা হল (Block Development Officer)। মূলত গ্রুপ-C লেভেলের চাকরি এটি।
তবে আপনি যদি বিডিও অফিসার হতে চান তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়ুন। এই প্রতিবেদনেই জানতে পারবেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হতে গেলে আপনাকে ঠিক কি কি করতে হবে। পাশাপাশি, বিডিওর বেতন থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সবটাই রইল প্রতিবেদনে।
RPF কনস্টেবল হতে চান? RPF এর মাসিক বেতন? সবটাই জানুন এই প্রতিবেদনে
ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কাজ এর দায়িত্ব
(1) ব্লকের উন্নয়নমূলক কাজ করাই হলো একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মূল দায়িত্ব।
(2) রাজ্যের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বা তা জনসাধারণের উদ্দেশ্যে বাস্তবায়িত করাই হলো একজন বিডিওর কাজ।
(3) পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের বিভিন্ন আদেশ উপদেশ দেন বিডিও।
বিডিও অফিসারের শিক্ষাগত যোগ্যতা (How To become BDO Officer)
ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কিংবা ব্যাচেলর অফ কমার্স সহ যেকোনো স্ট্রিমে স্নাতক হওয়া বাধ্যতামূল। এর পাশাপাশি হোটেল ম্যানেজমেন্ট, মেডিকেল, BCA, BBA সহ স্নাতক সমকক্ষ ডিগ্রি থাকলে বিডিও অফিসার পদে আসীন হতে পারবেন। তবে এক্ষেত্রে ন্যূনতম কোন নম্বরের প্রয়োজন নেই।
ব্লক উন্নয়ন আধিকারিকের পদে প্রয়োজনীয় বয়সসীমা
বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে হলে তবেই ব্লক (How To become BDO Officer) ডেভেলপমেন্ট অফিসার পদে চাকরি পাওয়ার যোগ্য হবেন কোন চাকরি প্রার্থী। তবে বয়সের ক্ষেত্রে সংরক্ষণ রয়েছে।
১) জেনারেল- ২১ থেকে ৩৬ বছর
২) ওবিসি- ২১ থেকে ৩৯ বছর (৩ বছরের ছাড়)
৩) এসসি/এসটি- ২১ থেকে ৪১ বছর (৫ বছরের ছাড়)
৪) পি ডব্লিউ ডি- ২১ থেকে ৪৫ বছর (১০ বছরের ছাড়)
CBI অফিসার হতে চান? CBI অফিসারের মাসিক বেতন জানলে অবাক হবেন!
বিডিও চাকরির নিয়োগ প্রক্রিয়া (How To become BDO Officer)
ডব্লিউবিসিএস (WBCS) পরীক্ষার মধ্য দিয়ে মূলত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বিডিও অফিসার নিয়োগ করে। মূলত তিনটি স্টেপের মধ্য দিয়ে চলে বিডিও পদে নিয়োগ প্রক্রিয়া –
a) প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam)
b) মেন পরীক্ষা (Main Exam)
c) ইন্টারভিউ (Interview)
পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস
বিডিও অফিসারদের মূলত নিয়োগ করা হয় প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। সেক্ষেত্রে পরীক্ষায় কয়েকটি পেপার থাকে। ওই পেপারগুলিতে কত নম্বরের পরীক্ষা হয় এবং পরীক্ষার সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানুন।
(১) প্রিলিমিনারি পরীক্ষা- প্রিলিমিনারি পরীক্ষায় মূলত একটি পেপার থাকে। ২০০ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়। সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
(২) মেন পরীক্ষা- প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলে মেইন পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়। এক্ষেত্রে মোট আটটি পেপার থাকে। প্রতিটি পেপারের জন্য থাকে ১৫০ নম্বর করে। তিন ঘণ্টার মধ্যে উত্তর দিতে হয়।
(৩) ইন্টারভিউ- প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ নেওয়া হয়। ১৫০ নম্বরের ইন্টারভিউ দিতে হয় পরীক্ষার্থীদের।
বিডিও অফিসারের বেতন কাঠামো
পে লেভেল ১৪ অনুযায়ী পশ্চিমবঙ্গে একজন বিডিও অফিসার ৩৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ২৮০০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন প্রতিমাসে। চাকরিতে নিযুক্ত হওয়ার পর ৫৬,১০০/- টাকার সঙ্গে Dearness Allowance, Medical Allowance, House Rent Allowance মিলিয়ে ৭০ হাজার থেকে ৭৫ হাজার টাকা বেতন দেওয়া হয় বিডিওকে।
বিডিও অফিসারের চাকরির জন্য কিভাবে আবেদন করবেন?
বিডিও হতে গেলে ডব্লিউবিসিএস পরীক্ষা (WBCS Exam) পরীক্ষায় বসতে হয়। প্রতিবছর অনলাইনে ফর্ম ফিলাপ করে পরীক্ষাও নেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নেয় এই পরীক্ষা। তাই WBPSC-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করার পর অনলাইনে আবেদন করতে হবে।
ইডি (ED) অফিসার হতে চাইলে কি করবেন? কি যোগ্যতা লাগে? জানুন বিস্তারিত