ICDS Recruitment After Election -দেশ জুড়ে বর্তমানে লোকসভা নির্বাচন চলছে। আর একটি দফা নির্বাচন হয়ে গেলেই আগামী ৪ জুন তারিখে ভোটের রেজাল্ট বেরোবে। ঠিক তারপরেই রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। নির্বাচনী বিধি চলাকালীন বড় কোন সরকারি কাজ হয় না। তাই থমকে আছে ICDS Anganwadi Supervisor বা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া। আপাতত ভোট শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।
অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ
ভোটের ফলাফল প্রকাশের ছয় দিন পর অর্থাৎ আগামী ১০ই জুন নির্বাচনী আচরণ বিধি তুলে নেবে নির্বাচন কমিশন। তারপরেই রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। ভোটের পরে এটি নিঃসন্দেহে রাজ্য সরকারের মাস্টার স্ট্রোক। ICDS WB Anganwadi Supervisor পদে হবে নিয়োগ। অন্যান্য বাড়ির তুলনায় এ বছর প্রচুর সংখ্যক অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নেওয়া হবে।
বিনামূল্যে অতিরিক্ত রেশন দেওয়া হবে! সম্পূর্ণ সুখবরটি জানুন এখনই
কারা আবেদন করতে পারবেন (ICDS Recruitment After Election)
পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলার ব্লকে ব্লকে প্রচুর সংখ্যক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সেই সমস্ত কেন্দ্রে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে উপযুক্ত প্রার্থীদের। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগ করে থাকে। তাই প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন উপযুক্ত চাকরি প্রার্থীরা।
অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের মোট শূন্যপদ
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (ICDS Recruitment After Election) পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে খুব শীঘ্রই। শুধুমাত্র নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার অপেক্ষা। এখনো পর্যন্ত জানা গিয়েছে যে, ১৩,২২৫ জন অঙ্গনওয়ারি সুপারভাইজার পদে নিয়োগ (Anganwadi Supervisor) নিয়োগ করার পথে রাজ্য সরকার। তবে সঠিক সংখ্যা জানতে গেলে অপেক্ষা করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত।
অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের মানদণ্ড
অঙ্গনওয়ারি সুপারভাইজার পদে যদি আবেদন করতে চান সে ক্ষেত্রে আবেদনকারী হিসেবে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এই পদের জন্য। তবে চাকরি প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। রাজ্য তথা সারাদেশের সরকার স্বীকৃত বোর্ড থেকে পাস করা বাঞ্ছনীয়।
স্কুলে এবার ফ্রি WIFI ইন্টারনেট পরিষেবা! কোন কাজে ব্যবহার হবে এই ইন্টারনেট?
আবেদন প্রক্রিয়া (ICDS Recruitment After Election)
পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। আগামী ১০ই জুনের পর থেকে ওয়েবসাইট লক্ষ্য রাখুন। বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা থাকবে চাকরিপ্রার্থীদের যোগ্যতা থেকে শুরু করে বয়স সীমা সবটাই। কিভাবে আবেদন করবেন না করবেন সবটাই লেখা থাকবে বিজ্ঞপ্তিতেই।
প্রসঙ্গত, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ ছাড়াও আরো বেশ কিছু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। ক্লার্ক শিপ, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশে কনস্টেবল, মহিলা কনস্টেবল,কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর,মিসলেনিয়াস প্রত্যেকটি পরীক্ষা নেওয়া হবে নির্বাচনী আচরণ বিধি উঠে যাওয়ার পরে।
RPF কনস্টেবল হতে চান? RPF এর মাসিক বেতন? সবটাই এই প্রতিবেদনে