India Post Office MTS Recruitment 2023 – পোস্ট অফিসে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

India Post Office MTS Recruitment 2023 – রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় খুশির খবর। ভারতীয় পোস্ট অফিস থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাMinistry of Communications Department of Posts 
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ০৯-১২-২০২৩

নতুন চাকরির খবর – চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে আবেদন করুন

পদের নাম ও শূন্যপদ (India Post Office MTS Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ১) পোস্টাল অ্যাসিস্ট্যান্ট তথা ডাক সহায়ক ২) সর্টিং অ্যাসিস্ট্যান্ট ৩) পোস্টম্যান ৪) মেলগার্ড ৫) মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

২) উল্লেখিত পদে এখানে ১৮৯৯ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন (India Post Office MTS Recruitment 2023)

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর (India Post Office MTS Recruitment 2023) মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। কেবলমাত্র MTS পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর মধ্যে থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। তাছাড়া সরকারের নিয়ম অনুযায় বয়সের ছাড় পাওয়া যাবে।

২) এখানে অনেকগুলি শূন্য পদ আছে এবং প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে নিচিতা বিস্তারিত ভাবে উল্লেখ করে দেওয়া হল পোস্টম্যান ও মেলগার্ড পদে আপনার যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে হবে ২১,৭০০/- টাকা। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট তথা ডাক সহায়ক এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে আপনার যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে হবে ২৫,৫০০/– টাকা

তাছাড়া MTS পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি করেন তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৮,০০০/- টাকা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা (India Post Office MTS Recruitment 2023)

এখানে অনেকগুলি শূন্যপদ আছে এবং প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে যেমন কিছু পদে এখানে মাধ্যমিক পাস লাগছে আবার কিছু পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সহায়ক পদে আবেদন করার জন্য এখানে গ্রেজুয়েশন পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। আবেদন করার ইচ্ছুক প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.indiapost.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া (India Post Office MTS Recruitment 2023)

এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে অনেক তিনটি ধাপের মাধ্যমে। এখানে সর্বপ্রথম একাডেমি যোগ্যতা নাম্বার দেখা হবে এবং তারপরে পরীক্ষা নেওয়া হবে (MCQ) এবং পরবর্তীকালে ইন্টারভিউ এর ওপরে ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ (India Post Office MTS Recruitment 2023) ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৮-১১-২০২৩
আবেদন শুরু১০-১১-২০২৩
আবেদন শেষ০৯-১২-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.indiapost.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর – IIT খড়্গপুরে গ্রুপ সি কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন