India Post Office Supervisor Recruitment – দীর্ঘদিনের অপেক্ষার পরে ভারতীয় পোস্ট অফিস থেকে কর্মী নিয়োগ করা হবে সুপারভাইজার পদে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষের নাগরিক হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। এখানে মাধ্যমিক পাস সাথে আরো কিছু যোগ্যতা থাকলে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। আরো বিস্তারিত কিছু তথ্য জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি এই পোস্টটি পড়ুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | ভারতীয় ডাক বিভাগ |
পদের নাম | সুপারভাইজার পদ |
মোট শূন্যপদ | বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই |
নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা (India Post Office Supervisor Recruitment)
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এছাড়া অটো মোবাইলে ডিগ্রী বা পাশ করা থাকলে বা মেকানিক্যাল এর যদি ডিগ্রী বা ডিপ্লোমা পাস করা থাকলে সঙ্গে দুবছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানেও কিন্তু আবেদন করতে পারবেন ও তাদের অগ্রাধিকার ও দেওয়া হবে। আরো বিশদভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
বেতন ও বয়স সীমা
১) এই উল্লিখিত পদে (India Post Office Supervisor Recruitment) আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে কেন্দ্রীয় সরকারি 7CPC (গ্রেড পে 4200/- টাকা) বেতন অনুযায়ী Pay Level 6 নিয়মে বেতন দেওয়া হবে।
২) এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স লাগবে সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ো এখানে পাওয়া যাবে সেটা জানার জন্য অবশ্যই কেন্দ্রীয় সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া
১) এখানে আবেদন মূল্য (India Post Office Supervisor Recruitment) লাগছে কিনা সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন তাহলে জানতে পারবেন আবেদন মূল্য কি আছে।
২) এখানে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে পরীক্ষার ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে।
আবেদন করতে (India Post Office Supervisor Recruitment) কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
কিভাবে আবেদন করতে হবে?
যে সকল চাকরি প্রার্থী এখানে (India Post Office Supervisor Recruitment) আবেদন করবেন ভাবছেন তাদের এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার ফর্মটি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার মধ্যে দেওয়া আছে সেখান থেকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। এরপর হাতে-কলমে সমস্ত কিছু ডিটেলস সেখানে লিখে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন পত্র পাঠানো ঠিকানায় পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়া আরো ভালোভাবে জানার জন্য অনুরোধ করা হচ্ছে অবশ্যই পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে যাচাই করে পড়ে বুঝে তারপরে নিজে দায়িত্বে আবেদন করুন।
আবেদনের শেষ তারিখ
এখানে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হলো ১৬.০৯.২০২৩
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_260723_MMS_DL_ENG.pdf
নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা