Indian Railway Recruitment 2023 – মাধ্যমিক পাশ যোগ্যতায় রেলে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railway Recruitment 2023 – রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। যে সকল চাকরি প্রার্থীরা রেলের ট্রেনিং নিয়ে চাকরি করবেন বলে অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি হচ্ছে বিশাল বড় সুযোগ। দক্ষিণ পশ্চিম রেলওয়ের তরফে ৯০৪ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

নিয়োগ সংস্থাSouth Western Railway
পদের নামApprentice
মোট শূন্যপদ৯০৪ টি

নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা

যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এই পদে (Indian Railway Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের অবশ্যই মাধ্যমিক পাস সহ NCVT/SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই (ITI) কমপ্লিট করা থাকতে হবে ও অবশ্যই যে পদে আপনারা এখানে আবেদন করবেন তার জন্য সেই পদের সংশ্লিষ্ট বিষয় আইটিআই কোর্স করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা (Indian Railway Recruitment 2023)

এই উল্লেখিত পদে প্রার্থীদের আবেদন করার জন্য বয়স সীমা লাগবে সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়স পর্যন্ত। অবশ্যই আবেদন করার সময় বয়সের হিসাব ২ আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করে নিতে হবে।

মোট শূন্যপদ

এখানে মোট ৯০৪ টি শূন্য (Indian Railway Recruitment 2023) পদ রয়েছে। তাছাড়া যে সমস্ত ট্রেডে এখানে নিয়োগ করা হবে সেগুলি হল Fitter, Welder, Mechanist, Turner, Electrician, Painter সহ আরো অন্যান্য ট্রেডে।

আবেদন করতে (Indian Railway Recruitment 2023)  কি কি ডকুমেন্টস লাগবে?

১) প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড,
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট,
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো, 

কিভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন (Indian Railway Recruitment 2023) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে ওটিপি দিয়ে লগইন করতে হবে।
৪) লগইন করার পরে যে পদের জন্য আবেদন করবেন সেই পদটিকে দিয়ে চয়েস করতে হবে।
৫) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৬) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৭) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আরো বিশদভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন। 

আবেদন শুরু০৩.০৭.২০২৩
আবেদন শেষ০২.০৮.২০২৩

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://www.rrchubli.in/SWR%20-%20Act%20Apprentice%20Notification-2022.pdf

নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ