Moto E13 Price – মাত্র 8999 টাকা দামে 8GB RAM সহ ভালো স্মার্টফোন নিয়ে নিন আজই, দেখে নিন স্পিসিফিকেশন গুলি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Moto E13 Price – বছরের শুরু থেকেই আমরা সবাই দেখে আসছি মোটোরোলা তাদের বাজেট ক্যাটাগরির বিভিন্ন ধরনের স্মার্টফোন মার্কেটে লঞ্চ করছে। আর এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই Moto E13 স্মার্টফোনটি এখনো সেরা বলে চিহ্নিত হয়েছে। এই স্মার্টফোনটিতে 8GB RAM ও 128GB Storage সহ এই মডেলের তৃতীয় ভেরিয়েন্ট বাজারে এসেছে।

আর তার মধ্যেই সব থেকে চমক বিষয়টি হল এই ফোনের (Moto E13 Price) দাম মাত্র 8,999 টাকা। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিন এই স্মার্টফোনের আর কি কি বিশেষত্ব রয়েছে আর কেনই বা এই স্মার্টফোনটি আপনারা কিনবেন। সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটিকে ফলো করবেন।

Motorola E13 এর স্পেসিফিকেশন

প্রসেসর (Processor)

এই ফোনটিতে 2 গিগাহার্টস ক্লক (Moto E13 Price) স্পীডযুক্ত অক্টাকোর Unisoc T606 প্রসেসর যুক্ত রয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ রয়েছে।

ওজন এবং ডায়মেনশন (Weight & Dimensions)

মোটো ই13 ফোনের ডায়মেনশন 164.19 x 74.95 x 8.47এমএম এবং ওজন 179.5 গ্রাম।

স্টোরেজ (Storage)

Moto E13 এই ফোনে 8GB RAM ও 128GB Storage পর্যন্ত পাওয়া যাবে। (Moto E13 Price) তাছাড়া এই ফোনে আলাদা করে মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া আছে। যার মাধ্যমে এই ফোনের স্টোরেজ সর্বোচ্চ 1TB পর্যন্ত বাড়ানো সম্ভব।

ডিসপ্লে (Display)

মোটোরোলা ই13 ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া আছে। এটি সর্বদা 20:9 আসপেক্ট রেশিও, 720 x 1600 পিক্সেল রেজলিউশন (Moto E13 Price) এবং 60​ হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে।

কম বাজেটে দুর্দান্ত ফোন কিনতে চাইছেন? রইল কম দামে সেরা কিছু ফোনের সন্ধান

ক্যামেরা (Camera)

Moto E13 এ 13MP AI-চালিত ক্যামেরা সিস্টেম রয়েছে। এত কম দামে এই AI ক্যামেরা চালিত মোবাইল খুব কমই আছে  মার্কেটে। ফটো তোলার জন্য মটোরোলা ই ১৩ ফোনটি ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে (Moto E13 Price) সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

ব্যাটারি (Battery)

মাত্র 8999 টাকা দামের এই ফোনটিতে বেশ আকর্ষণীয় বিষয়টি হচ্ছে ব্যাটারির দিক থেকে। এই ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 Mah ব্যাটারি যুক্ত করা হয়েছে। যার ফলে খুব কম সময়ের মধ্যেই ১০০% ব্যাটারী চার্জ হয়ে যাবে। তাছাড়া এতে ডুয়েল সিম ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ আরও যে সকল ফিচারস গুলি দেওয়ার সেগুলো অতি অবশ্যই আছে। 

ভ্যারিয়েন্ট অনুযায়ী (Moto E13 Price) যে দামগুলি আছে

মূলত এই ফোনটি বিভিন্ন ধরনের কাস্টমারের উপরে নির্ভর করে ও তাদের অল্প বাজেটের মধ্যে কি চাহিদা তার ওপর ভিত্তি করে ভারতবর্ষের বাজারে আনা হয়েছে। Moto E13 ফোনটি তিনটি (Moto E13 Price) স্টোরেজে আনা হয়েছে। 64 জিবি স্টোরেজ সহ এর 2 জিবি র‌্যামের দাম 6,999 টাকা, 64 জিবি স্টোরেজ সহ 4 জিবি র‌্যামের দাম 7,999 টাকা এবং 128 জিবি স্টোরেজ সহ 8 জিবি র‌্যামের দাম 8,999 টাকা। এই ফোনটি ফোনটি Flipkart এবং Jeomart থেকেও কিনতে পারেন বা আপনারা চাইলে অফলাইন দিয়েও নিতে পারেন।

গুগল ক্রম ব্যবহারকারীদের কেন্দ্র সরকারের সতর্কবার্তা, এটি না করলে উধাও হবে আপনার টাকা