NCL Recruitment 2023 – ৭০০ শূন্যপদে কয়লা খনি দপ্তরে কর্মী নিয়োগ,আবেদন করুন অনলাইনে

NCL Recruitment 2023 – রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা সঠিক জায়গায় ট্রেনিং নিয়ে কেন্দ্র সরকারের অধীনে ভালো বেতন নিয়ে কাজ করতে চাইছে, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি খুবই গুরুত্বপূর্ণ। কোলফিল্ডস লিমিটেডের তরফে কর্মী নিয়োগ করা হবে প্রায় ৭০০ শূন্যপদে পদে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। ট্রেনিং চলাকালীন ভালো স্টাইপেন্ড ও দেওয়া হবে। 

নিয়োগ সংস্থাNorthern Coalfields Limited
পদের নামঅ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ৭০০ টি

বয়সসীমা 

এই উল্লেখিত পদে (NCL Recruitment 2023) প্রার্থীদের আবেদন করার জন্য বয়স সীমা লাগবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৬ বছর বয়স পর্যন্ত। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের বয়সে পাঁচ বছরের এবং OBC প্রার্থীদের বয়সে তিন বছরের ছাড়ও এখানে পাওয়া যাবে।

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি

শিক্ষাগত যোগ্যতা (NCL Recruitment 2023) 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হবে। মূলত এই অ্যাপেন্টিসে দুধরনের পদ আছে। একটি গ্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস ও আরেকটি ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস। এই গ্রাজুয়েশন অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

মাসিক স্টাইপেন্ড ও নিয়োগ প্রক্রিয়া 

১) ইচ্ছুক প্রার্থীরা যদি এখানে (NCL Recruitment 2023) গ্রাজুয়েশন অ্যাপেন্টিস পদে আবেদন করেন এবং নিযুক্ত হয়ে ট্রেনিং করেন তাহলে তাদের প্রতি মাসে ৯০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে ও ডিপ্লোমা অ্যাপেন্টিস প্রার্থীদের ক্ষেত্রে প্রতি মাসে ৮০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
২) এখানে প্রার্থী বাছাই (NCL Recruitment 2023) করা হবে মেধা তালিকা ওপরে ভিত্তিককরে। আরো বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।

NCL Recruitment 2023

আবেদন করতে (NCL Recruitment 2023) কি কি ডকুমেন্টস লাগবে?

১) প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) ও আরো অন্যান্য, 

কিভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন (NCL Recruitment 2023) করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে ওটিপি দিয়ে লগইন করতে হবে।
৪) লগইন করার পরে (NCL Recruitment 2023) যে পদের জন্য আবেদন করবেন সেই পদটিকে দিয়ে চয়েস করতে হবে।
৫) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৬) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৭) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৮) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://www.nclcil.in/Content/nclcil.in/Document/86notification.pdf

নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ