NLC India Limited Job 2023 – মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন মাধ্যম অনলাইন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NLC India Limited Job 2023 – কেন্দ্রের অধীনস্থ সংস্থায় বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগ সংস্থাNLC India Limited
পদের নামMines & Mines Support Services, Specialized Mining Equipment (SME)
মোট শূন্যপদ৫০০ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১৬.০৮.২০২৩ (বাড়ানো হয়েছে)

মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, আবেদন মাধ্যম অনলাইন

পদের নাম ও শূন্যপদ (NLC India Limited Job 2023)

১) এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদটির নাম হচ্ছে Industrial Trainee (Mines & Mines Support Services) ও Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations] ।

২) এখানে মোট ৫০০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, Industrial Trainee (Mines & Mines Support Services) ২৬২ টি ও Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations] –২৩৮ টি শূন্যপদ আছে।

বয়স সীমা ও বেতন 

১) এখানে আবেদন (NLC India Limited Job 2023) করার জন্য যে বয়সসীমা লাগছে সেগুলি হল UR/EWS ক্যাটাগরি প্রার্থীরা সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে আবেদন করতে পারবে। এছাড়া OBC ক্যাটাগরির প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে ও SC/ST ক্যাটাগরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪২ বছর হতে হবে।

২) যেহেতু এখানে দুটি ডিপার্টমেন্ট আছে সেক্ষেত্রে দুটি ডিপার্টমেন্টে আলাদা আলাদা বেতন ধার্য করা আছে – Industrial Trainee (Mines & Mines Support Services) এই পদে (NLC India Limited Job 2023) যদি আপনারা আবেদন করেন ও চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৪,০০০/- টাকা থেকে ১৮,০০০/- টাকা পর্যন্ত দেওয়া হবেও Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations] -আর যদি আপনারা এই পদে আবেদন করেন এবং যদি চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৮,০০০/- টাকা থেকে ২২,০০০/- টাকা পর্যন্ত দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (NLC India Limited Job 2023)

যেহেতু এখানে দুটি ডিপার্টমেন্ট আছে সেক্ষেত্রে দুটি ডিপার্টমেন্টে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে

পদের নাম শিক্ষাগত যোগ্যতা 
Industrial Trainee (Mines & Mines Support Services)যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস সহ ভারতের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Turner/ Tractor Mechanic/ Civil/ Foundry/ Fitter/ Welding/ Electrician/ MMV/ Diesel Mechanic/ Cable Jointing ট্রেডে ITI করা থাকতে হবে সঙ্গে অবশ্যই NAC সার্টিফিকেট থাকলে তারা এখানে আবেদন করতে পারবে।
Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations] এই পদে আবেদন করার জন্য AICTE/UGC/State Board of Technical Education স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৩ বছরের Engineering -এ Diploma কোর্স সম্পূর্ন থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তিটির ফলো করুন।

নিয়োগ প্রক্রিয়া (NLC India Limited Job 2023)

এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার সংক্রান্ত সমস্ত আপডেট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এছাড়া রেজিস্ট্রেশন করার পর এসএমএস বা ইমেল এর মাধ্যমে পেয়ে যাবেন। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.nlcindia.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে (NLC India Limited Job 2023) আবেদন করতে হবে? 

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য www.nlcindia.in পোর্টালে যেতে হবে সেখানে গিয়ে নিজের নাম ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে যে পদের জন্য আবেদন করবে সেই পদটিকে চয়েস করে ও যে যে ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য দেখবেন বুঝবেন তারপরেই নিয়ে দায়িত্বে আবেদন করবেন।

বিজ্ঞপ্তি প্রকাশিত০২.০৮.২০২৩
আবেদন শুরু০২.০৮.২০২৩
আবেদন শেষ২৩.০৮.২০২৩

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://www.nlcindia.in/new_website/careers/02-2023-pap.pdf

নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা