WB GDS Recruitment 2023 – মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, আবেদন মাধ্যম অনলাইন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB GDS Recruitment 2023 – অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে ও মেয়ে উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। মাধ্যমিক পাস করলেই এই গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা যাবে। তো চলুন জেনে নিন আজকের এই প্রতিবেদনে কিভাবে নিয়োগ হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন।

নিয়োগ সংস্থাভারতীয় ডাক বিভাগ
পদের নামGramin Dak Sevak (GDS)
মোট শূন্যপদ৩০,০৪১ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ২৩ আগস্ট, ২০২৩

নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ

পদের নাম (WB GDS Recruitment 2023)

এখানে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। Branch Postmaster (BPM) এবং Assistant Branch Postmaster (ABPM)

বয়স সীমা ও বেতন

১) এই উল্লেখিত পদে (WB GDS Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে তাছাড়া আবেদন করার সময় অতি অবশ্যই ২৩.০৮.২০২৩ তারিখ অনুযায়ী দেখে নিতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ো এখানে পাওয়া যাবে।

২) যেহেতু এখানে দুটি পদ (WB GDS Recruitment 2023) আছে সেক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা বেতন ধার্য করা হয়েছে। BPM – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০/- টাকা বেতন দেওয়া হবে। ABPM – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে ২৪,৪৭০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা (WB GDS Recruitment 2023)

এখানে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে সঙ্গে যদি স্থানীয় ভাষা অর্থাৎ পশ্চিমবঙ্গের হয়ে থাকেন তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষা জানা জরুরী, তার সঙ্গে কম্পিউটার জ্ঞান এবং সাইকেল চালানো জানতে হবে তাহলে এই পদ গুলিতে আপনারা আবেদন করতে পারবেন। 

আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীদের (WB GDS Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে আবেদন মুল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। General/ OBC/ EWS প্রার্থীদের এখানে ১০০ টাকা ধার্য করা হয়েছে, সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী। তাছাড়া SC/ ST/ PWD মহিলা প্রার্থীদের কোনরকম আবেদন ফ্রি জমা দিতে হবে না তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আরও বিস্তারিত হবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটির ফলো করুন।

২) এই পদ গুলিতে আপনাদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপরে একটি মৌখিক হবে সেই মৌখিকের উপরে ভিত্তি করে ও মাধ্যমিক পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে এখানে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ।

কিভাবে আবেদন (WB GDS Recruitment 2023) করতে হবে? 

এখানে আবেদন করতে পারবেন আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে। সবার প্রথমে সংস্থার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এই (indiapostgdsonline.gov.in) ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখতে হবে যখন নিজের নাম রেজিস্ট্রেশন করবেন তখন বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি অতি অবশ্যই দেবেন। এরপর আবেদন করার জন্য নির্দিষ্ট যে ফর্ম আসবে সেই ফর্মটিকে ফিলআপ করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজের মধ্যে রেখে আপলোড করতে হবে ও সর্বশেষে আবেদন মূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন। 

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf

বিজ্ঞপ্তি প্রকাশ৩১.০৭.২০২৩
আবেদন শুরু০৩.০৮.২০২৩
আবেদন শেষ২৩.০৮.২০২৩
Edit২৪.০৮.২০২৩ – ২৬.০৮.২০২৩

নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা