PSC Clerkship Practice Set 01 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০১ (PSC Clerkship Practice Set 01)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 01
১} মাস্টারদা নামে কে পরিচিত?
(A) রাসবিহারী ঘোষ
(B) পুলিন বিহারি ঘোষ
(C) সূর্যসেন
(D) যতীন্দ্রনাথ ব্যানার্জি
Answer – সূর্যসেন
২} ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল?
(A) 1941
(B) 1971
(C) 1910
(D) 1911
Answer – 1911
৩} রাজতরঙ্গিনী লিখেছেন?
(A) বানভট্ট
(B) অশ্বঘোষ
(C) কলহন
(D) পতঞ্জলি
Answer – কলহন
৪} শকাব্দ শুরু __ সালে?
(A) 78 খ্রিষ্টপূর্ব
(B) 58 খ্রিস্টপূর্ব
(C) 327 খ্রিস্টপূর্ব
(D) 320 খ্রিস্টপূর্ব
Answer – 78 খ্রিষ্টপূর্ব
PSC Clerkship Practice Set 01
৫} নিম্নলিখিত নদী গুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত?
(A) গোদাবরীম
(B) নর্মদা
(C) কৃষ্ণা
(D) হানদী
Answer – নর্মদা
৬} বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল?
(A) অমরাবতী শিল্পশৈলীতে
(B) গান্ধার শিল্পশৈলীতে
(C) সারনাথ শিল্পশৈলীতে
(D) মথুরা শিল্পশৈলীতে
Answer – গান্ধার শিল্পশৈলীতে
৭} নিন্মলিখিত ব্যাক্তিদের মধ্যে কে প্রথম 1857 সালের বিদ্রোহের পতাকা উত্তোলন করে ছিলেন?
(A) নানা সাহেব
(B) রানী লক্ষীবাঈ
(C) মঙ্গল পান্ডে
(D) তাঁতিয়া টোপি
Answer – মঙ্গল পান্ডে
FOOD SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৮} ভারত ও মায়ানমারের মধ্যে _ পর্বতশ্রেণী অবস্থান করছে?
(A) নামচা বারোয়া
(B) লুসাই
(C) খাসি
(D) তুরা
Answer – লুসাই
৯} গান্ধার শিল্পী শৈল কার সাথে যুক্ত?
(A) কনিষ্ক
(B) দ্বিতীয় পুলকেশী
(C) হর্ষবর্ধন
(D) উপরের কোনোটিই নয়
Answer – কনিষ্ক
PSC Clerkship Practice Set 01
১০} নীচের কোণটি থাইল্যান্ডের মুদ্রা ?
(A) রুপি
(B) রিঙ্গিত
(C) ইউয়ান
(D) বাত
Answer – বাত
নতুন চাকরির খবর – Click Here