PSC Clerkship Practice Set 12 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১২, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 12 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১ (PSC Clerkship Practice Set 12)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 12

১) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

[A] এম এ আনসারি 

[B] হাসান ইমাম

[C] মৌলানা আবুল কালাম আজাদ

[D] বদরুদ্দিন তৈয়বজি

Answer – বদরুদ্দিন তৈয়বজি

২) কে পঞ্চশীল নীতির কথা বলেছিলেন? 

[A] ইন্দিরা গান্ধী

[B] রাজিব গান্ধী

[C] পন্ডিত জহরলাল নেহেরু

[D] মহাত্মা গান্ধী

Answer – পন্ডিত জহরলাল নেহেরু

৩) জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচিত হয় কত বছরের জন্য?

[A] ৬ বছর

[B] ৪ বছর

[C] ৫ বছর

[D] ৭ বছর

Answer – ৫ বছর

৪) ২০১১ সালের জন গণনা অনুসারে দেশের কত শতাংশ মানুষ সাক্ষরতা লাভ করেছে?

[A] ৮২.০৪ শতাংশ

[B] ৭৪.০৪ শতাংশ

[C] ৭০.৫০ শতাংশ

[D] ৯৩.৯১ শতাংশ

Answer – ৭৪.০৪ শতাংশ

PSC Clerkship Practice Set 12

৫) ভারতের কেবিনেট মিশনকে পাঠানো হয়েছিল-

[A] জাতীয় সরকার তৈরির জন্য

[B] ক্ষমতা হস্তান্তরের জন্য সংবিধানিক ব্যবস্থা করার জন্য

[C] ভারতকে স্বাধীনতা না দেওয়ার জন্য

[D] জিন্নার পাকিস্তানের দাবি মেনে নেওয়ার জন্য

Answer – ক্ষমতা হস্তান্তরের জন্য সংবিধানিক ব্যবস্থা করার জন্য

৬) নরেন্দ্র মোদির কেবিনেটে কতজন মহিলা সদস্যা রয়েছেন?

[A] ৪ জন

[B] ১ জন

[C] ৬ জন

[D] ১০ জন

Answer – ৬ জন

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৭) ভারতীয় সংবিধানে কত বছরের নিচে শিশুদের কলকারখানায় অথবা বিপদজনক কাজে নিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে?

[A] ১৬ বছর

[B] ১৭ বছর

[C] ১৫ বছর বছর

[D] ১৪ বছর বছর

Answer – ১৪ বছর 

৮) কোন রাজ্যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা কার্যকরী করা হয়নি?

[A] নাগাল্যান্ড

[B] উড়িষ্যা

[C] রাজস্থান

[D] অন্ধপ্রদেশ

Answer – নাগাল্যান্ড

PSC Clerkship Practice Set 12

৯) ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর?

[A] ৫ বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত যা আগে হবে

[B] ৫ বছর অথবা ৬০ বছর বয়স পর্যন্ত যা আগে হবে

[C] রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভর

[D] ৬ বছর

Answer – রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভর

১০) ভারতীয় সংবিধানের ৫ থেকে১১ নং ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা হয়েছে?

[A] মৌলিক অধিকার

[B] নাগরিকত্ব

[C] রাজ্যের সীমানা পরিবর্তন

[D] মৌলিক কর্তব্য

Answer – নাগরিকত্ব

নতুন চাকরির খবর – Click Here