PSC Clerkship Practice Set 14 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৪, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 14 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১ (PSC Clerkship Practice Set 14)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 14

১) ইরান কে পরাজিত করেAsian Kabaddi Championship 2023 জিতল কোন দেশ?

[A] নেপাল

[B] চীন

[C] ভারত

[D] বাংলাদেশ

Answer – ভারত

২) FIFA World Rankings এ ভারতের ফুটবল টিমের স্থান কত?

[A] ১০২

[B] ১০১

[C] ১০০

[D] ১০৬

Answer – ১০০ (প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা) 

৩) ২০২৩ আর্থিক বছরে ভারতের শীর্ষ ইলেকট্রনিক্স এক্সপোটার হল কোন রাজ্যে?

[A] কেরালা

[B] গুজরাট

[C] কর্ণাটক

[D] তামিলনাড়ু

Answer – তামিলনাড়ু

৪) ভারতের Solicitor General হিসাবে পুনরায় ৩ বছরের জন্য নিযুক্ত হলেন কে?

[A] কৈলাস মাইতি

[B] তুষার মেহতা

[C] পমকজ দেসাই 

[D] সমরেশ সিনহা

Answer – তুষার মেহতা

PSC Clerkship Practice Set 14

৫) কোন রাজ্যের সিলেবাসে বীর সর্বাকারের উপর একটা অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে?

[A] মধ্যপ্রদেশ

[B] মহারাষ্ট্র

[C] উত্তরাখণ্ড

[D] বিহার 

Answer – মধ্যপ্রদেশ

৬) Global peace index 2023 এ ভারতের স্থান কত?

[A] ১৪৩

[B] ১৩৬

[C] ১২২

[D] ১২৬

Answer – ১২৬

৭) কোথায় 17th India Cooperative Congress উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি?

[A] কলকাতা

[B] নিউ দিল্লি

[C] বেঙ্গালুরু

[D] মুম্বাই

Answer – নিউ দিল্লি

৮) ২০২৩ জুন মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?

[A] ১.৪৫

[B] ১.৫৭

[C] ১.৬১

[D] ১.৪৯

Answer – ১.৬১

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৯) কোন দেশের থেকে Points of Light Award 2023 এ সম্মানিত হলেন রাজিন্দর সিং ধাত ?

[A] ব্রিটেন

[B] আমেরিকা

[C] রাশিয়া

[D] জাপান

Answer – ব্রিটেন

১০) সম্প্রতি প্রথম কমার্শিয়াল পেইন্টস ফ্লাইট লঞ্চ করল কোন কোম্পানি?

[A] Virgin Galactic

[B] SpaceX

[C] Blue Origin 

[D] কেউই নয়

Answer – Virgin Galactic

নতুন চাকরির খবর – Click Here