PSC Clerkship Practice Set 18 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৮, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

PSC Clerkship Practice Set 18 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১ (PSC Clerkship Practice Set 18)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 18

১) কোন রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়?

[A] ধর্মপাল

[B] শাসঙ্ক মহীপাল

[C] লক্ষণ সেন

[D] দ্বিতীয় মহীপাল

Answer – দ্বিতীয় মহীপাল 

২) বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে অরাজকতার থাকে যে সময়টিকে ইতিহাসের মাৎস্যন্যায় বলা হয়?

[A] শশাঙ্ক

[B] বল্লাল সেন

[C] ধর্মপাল

[D] দ্বিতীয় মহিপাল

Answer – শশাঙ্ক 

৩) পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময় কর নৈপুন্য দেখিয়েছিলেন?

[A]অগ্নিমিত্র ও বসু মিত্র

[B] শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকর নন্দী

[C] বিগ্রহ পাল ও নারায়ণ পাল। 

[D] ধীমান ও বীতপাল

Answer – ধীমান ও বীতপাল 

৪) বাহমনী বংশের প্রতিষ্ঠাতা কে?

[A] ফিরোজ শাহ

[B] আলাউদ্দিন বাহমনী শাহ

[C] ব্রাহ্মগুপ্ত 

[D] জয় পাল

Answer – আলাউদ্দিন বাহমনী শাহ 

PSC Clerkship Practice Set 18

৫) কোন কোন ঐতিহাসিক কাকে “দক্ষিণাত্যের আকবর” আখ্যা দিয়ে থাকেন?

[A] আলাউদ্দিন খলজি

[B] ফিরোজ শাহ

[C] টিপু সুলতান

[D] দ্বিতীয় পুলকেশী

Answer – ফিরোজ শাহ 

৬) নিচের কোন জন দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন?

[A] ইলতুতমিস

[B] আহম্মদ শাহ আবদালি

[C] শেরশাহ

[D] হুমায়ুন

Answer – ইলতুতমিস

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৭) ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতান কে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন?

[A] মোহাম্মদ বিন তুঘলক

[B] ইব্রাহিম লদি 

[C] গিয়াসউদ্দিন বলবন

[D] আলাউদ্দিন খলজী

Answer – মোহাম্মদ বিন তুঘলক

৮) পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিচের কোনটি?

[A] পল্লব

[B] চোল

[C] পান্ড

[D] রাষ্ট্রকুট

Answer – রাষ্ট্রকুট

৯) কোন সুলতান নিজেকে নইবই-ই-খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন?

[A] বলবন

[B] আলাউদ্দিন খলজি

[C] ইলতুতমিস

[D] গিয়াসুদ্দিন তুগল

Answer – বলবন

PSC Clerkship Practice Set 18

১০) কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল?

[A] ইলতুতমিস

[B] গিয়াসুদ্দিন তুগল

[C] আলাউদ্দিন খলজী

[D] মোহাম্মদ বিন তুঘলক

Answer – ইলতুতমিস

নতুন চাকরির খবর – Click Here