PSC Clerkship Practice Set 22 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২২, বাছাই করা ১০টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 22 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২২ (PSC Clerkship Practice Set 22)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 22

১) BBC- এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত  চেয়ারম্যান হলেন কে ?

[A] সঞ্জীব সান্যাল

[B] নিখিল যোগী

[C] ড. সমীর শাহ

[D] সুপ্রতিম প্যাটেল

Answer – ড. সমীর শাহ

২) 71st Miss World 2024 শুরু হলো কোন দেশে ?

[A] থাইল্যান্ড

[B] শ্রীলঙ্কা

[C] বাংলাদেশ

[D] ভারত

Answer – ভারত

৩) লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতলেন কোন সংগীত শিল্পী ?

[A] অরিজিৎ সিং

[B] সুরেশ বারকর

[C] বিশাল দাদলানি

[D] শ্রেয়া ঘোষাল

Answer – সুরেশ বারকর

৪) কর্মক্ষেত্রে হিংসা ও উৎপিরণ বন্ধ করতে ILO Convention অনুমোদন করা প্রথম এশিয়ান দেশ হলো কোনটি ?

[A] ভারত

[B] ফিলিপিন্স

[C] চীন

[D] থাইল্যান্ড

Answer – ফিলিপিন্স

PSC Clerkship Practice Set 22

৫) কোথায় “সুদর্শন সেতু” নামে ভারতের দীর্ঘতম কেবল স্টেড ব্রিজ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?

[A] মহারাষ্ট্র

[B] গুজরাট

[C] উত্তর প্রদেশ

[D] তেলেঙ্গানা

Answer – গুজরাট

৬) প্রতিবন্ধীদের জন্য ‘Purple Fest’ লঞ্চ করেছেন কে ?

[A] অমিত শাহ

[B] স্মৃতি ইরানি

[C] জগদীপ ধনকর

[D] দ্রৌপদী মুর্মু

Answer – দ্রৌপদী মুর্মু

৭) বিশ্ব NGO দিবস পালন করা হয় কবে ?

[A] ২৮ শে ফেব্রুয়ারি

[B] ২৭ শে ফেব্রুয়ারি

[C] ২৯ শে ফেব্রুয়ারি

[D] কোনোটিই নয়

Answer – ২৭ শে ফেব্রুয়ারি

৮) কোন দেশের ভ্রমণকারীদের জন্য পাঁচ বছরের মাল্টিপল- এন্ট্রি ভিসা চালু করেছে দুবাই ?

[A] সৌদি আরব

[B] পাকিস্তান

[C] শ্রীলঙ্কা

[D] ভারত

Answer – ভারত

PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৯) প্রাথমিক স্তন ক্যান্সার সনাক্তকরণের জন্য “Savera” প্রোগ্রাম চালু করলো কোন রাজ্য ?

[A] হরিয়ানা

[B] পাঞ্জাব

[C] উত্তর প্রদেশ

[D] উত্তরাখণ্ড

Answer – হরিয়ানা

১০) কোন দেশের সাথে  ‘Dharma Guardian’ নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত ?

[A] আমেরিকা

[B] জাপান

[C] চীন

[D] ইউক্রেন

Answer – জাপান

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here