PSC Clerkship Practice Set 26 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২৬, বাছাই করা ১০টি প্রশ্ন।

PSC Clerkship Practice Set 26 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২৬ (PSC Clerkship Practice Set 26)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

১) কোন রাজ্যের “রাজ্য ফল” হিসেবে ঘোষিত হলো কাজী নেমু ?

[A] ত্রিপুরা

[B] গুজরাট

[C] ওড়িশা

[D] আসাম

Answer – আসাম

২) ২০২৪ জানুয়ারি মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month Award জিতলেন কে ?

[A] বাবর আজম

[B] শামার জোসেফ

[C] প্যাট কামিন্স

[D] ডেভিড ওয়ার্নার

Answer – শামার জোসেফ

৩) ২০২৪ জানুয়ারি মাসে মহিলা বিভাগে ICC Player of the Month Award জিতলেন কোন দেশের ক্রিকেটার Amy Hunter?

[A] অস্ট্রেলিয়া

[B] নিউজিল্যান্ড

[C] আয়ারল্যান্ড

[D] ইংল্যান্ড

Answer – আয়ারল্যান্ড

৪) The Institute of Chartered Accountants of India (ICAI)- এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে ?

[A] আমন গুপ্ত

[B] রঞ্জিত কুমার আগার্বাল

[C] রোহিত সরকার

[D] অনুপম শর্মা

Answer – রঞ্জিত কুমার আগার্বাল

PSC Clerkship Practice Set 26

৫) AI-Powered রোড সেফটি ইনিটিভ এর জন্য 9th GovTech Prize জিতল কে ?

[A] চীন

[B] ভারত

[C] আমেরিকা

[D] জাপান

Answer – ভারত

৬) সম্প্রতি প্রয়াত দত্তজিরাও গাইকওয়ার কে ছিলেন ?

[A] ক্রিকেটার

[B] অভিনেতা

[C] লেখক

[D] কেউই নন

Answer – ক্রিকেটার

৭) ভারতের প্রথম কোম্পানি হিসেবে কুড়ি লক্ষ কোটি টাকার বাজার মূল্য স্পর্শ করল কে ?

[A] HCL

[B] Infosys

[C] Reliance

[D] Tata

Answer – Reliance

PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) বিদ্যালয়ে ফুটবলকে প্রমোট করতে FIFA- র সঙ্গে চুক্তি করলো কোন দেশের শিক্ষা মন্ত্রক ?

[A] পাকিস্তান

[B] বাংলাদেশ

[C] শ্রীলঙ্কা

[D] ভারত

Answer – ভারত

৯) ‘Precision Approach Radar’ উদ্বোধন করলো কে ?

[A] আর্মি

[B] ইন্ডিয়ান নেভি

[C] এয়ার ফোর্স

[D] BSF

Answer – ইন্ডিয়ান নেভি

১০) Surya Ghar Muft Bijli Yojana 2024 লাঞ্চ করলেন কে ?

[A] নরেন্দ্র মোদি

[B] অমিত শাহ

[C] রাজনাথ সিং

[D] কেউই নন

Answer – নরেন্দ্র মোদি

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here