PSC Clerkship Practice Set 31 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩১ (PSC Clerkship Practice Set 31)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 31
১) ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন?
[A] সুরাট
[B] বোম্বে
[C] সুতানুটি
[D] মাদ্রাজ
Answer- সুরাট
২) কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানের সব থেকে বেশি পরিবর্তন হয়েছে?
[A] ৭২ তম সংশোধনী আইন
[B] ৯৩ তম সংশোধনী আইন
[C] ৪৪ তম সংশোধনী আইন
[D] ৪২ তম সংশোধনী আইন
Answer- ৪২ তম সংশোধনী আইন
৩) কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?
[A] দেব পাল
[B] ধর্মপাল
[C] বল্লাল সেন
[D] ধ্রুব
Answer- ধর্মপাল
PSC Clerkship Practice Set 31
৪) নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে?
[A] কালাটা
[B] কোয়েটা
[C] মেহেরগড়
[D] প্রতাপগড়
Answer- মেহেরগড়
৫) পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির ‘আচার্য হলেন—
[A] রাজ্যের শিক্ষামন্ত্রী
[B] রাজ্যের মুখ্যমন্ত্রী
[C] রাজ্যের রাজ্যপাল
[D] কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
Answer- রাজ্যের রাজ্যপাল
৬) হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন—
[A] ভি ভি প্যাটেল
[B] এম এম যোশি
[C] দাদাভাই নওরোজী
[D] জি এল নন্দ
Answer- জি এল নন্দ
৭) কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করল?
[A] ঝাড়খন্ড
[B] পশ্চিমবঙ্গ
[C] কর্ণাটক
[D] ছত্রিশগড়
Answer- পশ্চিমবঙ্গ
৮) গাছপালা কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে?
[A] আলো
[B] বায়ুমণ্ডল
[C] ক্লোরোফিল
[D] মাটি
Answer- মাটি
PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৯) যে পেশীকে ইচ্ছামতো পরিচালনা করা যায়—
[A] সরেখ ঐচ্ছিক
[B] অরেখ ঐচ্ছিক
[C] সরেখ অনৈচ্ছিক
[D] অরেখ অনৈচ্ছিক
Answer- সরেখ ঐচ্ছিক
১০) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত?
[A] নিউইয়র্ক
[B] ল্যাসেন
[C] হেগ
[D] জাকার্তা
Answer- হেগ
PSC Clerkship Practice All Set 2024 | Click Here |
নতুন চাকরির খবর – Click Here