Saraswati Puja Date and Time 2025 – ২০২৫ সালে সরস্বতী পুজো হবে কবে? কখনই বা দেওয়া যাবে অঞ্জলি? জানুন শুভ সময়

Saraswati Puja Date and Time 2025 – বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই তেরো পার্বণের মধ্যে অন্যতম হলো সরস্বতী পুজো। হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই সরস্বতী পূজায় মেতে উঠবে আপামর বাঙালি। সরস্বতী পূজা মূলত পড়ুয়াদের পুজো সারাদিন উপোস থেকে নতুন জামা কাপড় পড়ে অঞ্জলি দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এই সবই থাকে সরস্বতী পূজার তালিকায়। কিন্তু ২০২৫ সালে কোন দিন সরস্বতী পুজো পড়েছে, এই বিষয়ে অনেকেরই অজানা।

বসন্ত পঞ্চমীর সরস্বতী পুজো

বসন্ত পঞ্চমীতে পুজিত হন দেবী সরস্বতী। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজার দিনটি ভীষণ উল্লেখযোগ্য। এই সময় নাকি জ্ঞানীরা দেবী সরস্বতীর আরাধনা করলে বিশেষ লাভ পাওয়া যায়। তবে দেবী সরস্বতীর আশীর্বাদ পেতে গেলে সঠিক সময় সঠিক মুহূর্ত মেনে পুজো দেওয়া আবশ্যক। চলতি বছরে সরস্বতী পূজা পড়েছে ফেব্রুয়ারি মাসের ২ তারিখে। হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা হয়।

সরস্বতী পুজোর শুভ সময় (Saraswati Puja Date and Time 2025)

এ বছর ২০২৫ সালে মাঘ মাসের পঞ্চমী তিথির শুভ সূচনা হচ্ছে ২রা ফেব্রুয়ারি সকাল ৯:১৪ মিনিট থেকে। শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ৬: ৫২ মিনিটে। এরই মধ্যে তিনটি ঘন্টা হলো সবচেয়ে শুভ মুহূর্ত। বৈদিক শাস্ত্র বলছে, ২ ফেব্রুয়ারি সকাল ৯:১৪ মিনিট থেকে ১২:৩৫ পর্যন্ত এই তিন ঘন্টা ২৬ মিনিট সময় বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্ত। এই সময় দেবীর আরাধনা করলে ভালো ফল পাওয়া যায়।

আনন্দধারা প্রকল্প নিয়ে খুশির খবর, নতুন বছরে শুরুতেই মুখ্যমন্ত্রীর উপহার।

সরস্বতী পুজোর মন্ত্র

প্রচলিত বিশ্বাস অনুসারে, শিক্ষা, বিদ্যা, প্রশিক্ষণের জন্য খুবই শুভ দিন সরস্বতী পুজোর দিন। এই দিন শিক্ষার্থীরা মন্ত্র পাঠ করে দেবীর আলোচনা করতে পারেন। সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর সামনে বসে যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হল,”জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে”। আরো একটি মন্ত্র রয়েছে সেটি হল, “ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ। বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ। এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ঔঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ।”

সরস্বতী দেবীর নৈবেদ্য

সরস্বতী পুজোর দিন দেবীর সবচেয়ে প্রিয় জিনিস যেমন হলুদ, কুমকুম, চাল, সাদা ও বাসন্তী রঙের ফুল-মালা দিয়ে পূজা মন্ডপকে সাজিয়ে তুলবেন। প্রসাদে রাখবেন মিষ্টি এবং ফলমূলের পাশাপাশি কুল। এই ফলটি (Saraswati Puja Date and Time 2025) সরস্বতী পুজোর প্রধান উপকরণ। সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর পায়ে অবশ্যই পলাশ ফুল অর্পণ করার চেষ্টা করবেন। তাতে দেবী সরস্বতী আপনার ওপর সহায় হবে।

বাংলা আবাস যোজনায় ফাইনাল লিস্ট দেখুন, আপনার নাম আছে কি না দেখুন।