SSC New Big Update – ৭০ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি অনিশ্চয়তার মুখে? দুর্নীতি মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ।

SSC New Big Update – স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। ২৬ হাজার জন শিক্ষক সহ অশিক্ষক কর্মচারী হাইকোর্টের মাত্র একটা রায়ে চাকরি খুইয়ে বসে আছেন। সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় বেনিয়মের ইঙ্গিত মিলল।

নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ থেকে শুরু করে, অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে নিয়োগ সহ বিভিন্ন অভিযোগ এরই মধ্যে সামনে আনলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

২০১৪ সালের প্রাথমিক (SSC New Big Update) টেট সংক্রান্ত সমস্ত নথিপত্র কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তুলে দিলো সিবিআই। সিবিআই এর দেওয়া রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত। পর্ষদ নিশ্চুপ থেকেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর তাই ক্ষুব্ধ বিচারপতি।

১ লক্ষ কর্মস্থান রাজ্যে, কোন কোন ক্ষেত্রে হবে নিয়োগ

২০১৬, ২০২০, ২০২২ এবং ২০২৪ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় ভিত্তি করে। এই টেট মামলার ফলাফল নেতিবাচক হলে এর উপর ভিত্তি করে হওয়ার সমস্ত নিয়োগ মামলার অস্তিত্ব বিপন্ন হবে বলে শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতি মান্থার।

প্রসঙ্গত, কয়েকজন চাকরি প্রার্থী ২০১৪ সালের টেট পরীক্ষায় দুর্নীতি অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর (SSC New Big Update) মামলা দায়ের করার পর সেই মামলার শুনানিতে পুরো নিয়োগ প্রক্রিয়া খারিজ করার ইঙ্গিত দেন বিচারপতি মান্থা। সিবিআর ওএমআর শিটের আসল তথ্য যদি খুঁজে না পাই তাহলে ২০১৪ সালের টেট বাতিল করা হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

(SSC New Big Update)

এরপর ২০১৪ সালের টেট মামলায় আরো প্রার্থী যুক্ত হওয়ার আবেদন জানান। ইতিমধ্যে আদালতের পক্ষ থেকে সকলকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দেয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির পূর্বে অলফনামা জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আট সপ্তাহ পরে মামলার শুনানি।

তাই আপাতত ২০১৪ সালের (SSC New Big Update) টেট পরীক্ষার উপর ভিত্তি করে পরপর ৪ দফায় যে ৭০ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদের ভবিষ্যৎ বর্তমানে নিশ্চিত নয়। প্রতিবেদনে উল্লেখিত সকল তথ্য বিশ্বস্ত ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত।

ED অফিসার হতে চাইলে কি করবেন? কি যোগ্যতা লাগে? জানুন বিস্তারিত