WB Food Department Recruitment 2023 – রাজ্যর খাদ্য দপ্তরের কর্মী নিয়োগ। আবেদন মাধ্যম অনলাইন

WB Food Department Recruitment 2023 – রাজ্যর সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরে পক্ষ থেকে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে রাজ্যের যে কোন জেলা থেকে চাকরিপ্রার্থীরা খুব অনায়াসে আবেদন করতে পারবে। এখানে এক বছরের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন। এ ছাড়া আরো সমস্ত কিছু তথ্য জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি এই তথ্য গুলি পড়ুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

নিয়োগ সংস্থাGovernment of West Bengal Food & Supplies Department
পদের নামData Entry Operator (DEO
মোট শূন্যপদ২৩ টি 
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ০৮.০৮.২০২৩

নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ

পদের নাম

এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল ডেটে এন্ট্রি অপারেটর অর্থাৎ (DEO)।

বয়স সীমা ও বেতন (WB Food Department Recruitment 2023)

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়সসীমা ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। অবশ্যই আবেদন করার আগে ১ নভেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী হিসাব করে দেখে নিতে হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।

২) যদি আপনারা এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে প্রায় ১৬,০০০/- হাজার টাকা বেতন হবে।

শিক্ষাগত যোগ্যতা

যে সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে (WB Food Department Recruitment 2023) আবেদন করবেন ভাববেন তাদের এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটি হল যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে। সঙ্গে অতি অবশ্যই কম্পিউটার এপ্লিকেশন সার্টিফিকেট ও থাকতে হবে তবে আপনার এখানে আবেদন করতে পারবেন। 

Wb Food Department Recruitment 2023

নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগের সময়সীমা

১) এখানে নিয়োগ করা হবে (WB Food Department Recruitment 2023) কিছু পদ্ধতির মাধ্যমে প্রথমটি হল শিক্ষাগত যোগ্যতার নাম্বারের উপরে ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি হবে সেই মেরিট লিস্টের উপরে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে।

৩) মোট এক বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

কি ভাবে আবেদন (WB Food Department Recruitment 2023) করতে হবে?

এখানে আবেদন করতে পারবেন (WB Food Department Recruitment 2023) আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক হচ্ছে food.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে Recruitment অপশনে ক্লিক করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন করতে হবে নিজের নাম ফোন নাম্বার সমস্ত তথ্য দিয়ে। তারপরে Apply Online For DEO এই অপশনটি বেছে নিতে হবে। এরপর যা যা ফর্মে আসবে সেগুলিকে ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে দিতে হবে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত হবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ফলো করবেন। 

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://food.wb.gov.in/PDSCMS/images/Doc_03-08-2023_20_33_04.pdf

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি