WB Food SI Job Details 2024 – Food SI এর মাসিক বেতন শুনলে চোখ কপালে উঠবে! কিভাবে হয় তাদের ট্রেনিং-প্রমোশন? জানুন বিস্তারিত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Food SI Job Details 2024 – পশ্চিমবঙ্গে সম্প্রতি Food SI বা ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু রাজ্য সরকারের এই পদের চাকরি করতে গেলে কেমন যোগ্যতা লাগে জানা আছে? একজন ফুড এসআই ঠিক কত টাকা বেতন পায় জানেন? আজ এই প্রতিবেদনের মধ্য দিয়েই জানাতে চলেছি ফুড এস আই এর কাজ, মাসিক বেতন, থেকে শুরু করে প্রমোশন ট্রেনিং কিংবা ছুটির ইতিবৃত্ত।

Food SI-এর শিক্ষাগত যোগ্যতা

পশ্চিমবঙ্গ সরকার হোক বা কেন্দ্র সরকারের যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই ফুড এস.আই পদে চাকরির জন্য যোগ্য আপনি।

মাসিক বেতন (WB Food SI Job Details 2024)

একজন ফুড সাব ইন্সপেক্টর এর বেসিক বেতন হলো ২২ হাজার ৭০০ টাকা। এই বেসিক বেতনের সঙ্গে HRA এবং DA যুক্ত করে মোট বেতন হিসেবে প্রতি মাসে দেওয়া হয়। Food SI এর Pay Scale হলো ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৭৭৫ টাকা।

ফুড SI এর ট্রেনিং

ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য নির্বাচিত হলে ৭ থেকে ১০ দিনের জন্য একটি ট্রেনিং দেওয়া হয়। কলকাতায় হয় এই ট্রেনিং। ট্রেনিং এর মধ্য দিয়ে ফুড সব ইন্সপেক্টর এর বিভিন্ন কাজ এবং নিয়ম বুঝিয়ে দেওয়া হয়।

সিআইডি (CID) হতে চান? কীভাবে হবেন সিআইডি? রইলো বিস্তারিত।

Food SI এর চাকরির পোস্টিং

একজন ফুড সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জায়গায় কাজের জন্য পোস্টিং এ পাঠানো হয়।

পোস্টিং এর স্থান গুলি হল (WB Food SI Job Details 2024)

১) হেডকোয়ার্টার পোস্টিং: ফুড ফুট ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে খুব কম জনই সুযোগ পান কাজ করার

২) ডেপুটেশন পোস্টিং – ফুড ডিপার্টমেন্ট থেকে তিনটি জেলার মধ্যে যেকোনো একটি জেলা নির্বাচন করতে বলা হয় চাকরিপ্রার্থীকে এরপর সেই জেলার কোন ভিডিও অফিসে ভ্যাকেন্সি থাকলে তাকে Food SI হিসেবে নিয়োগ করা হয়।

৩) হোম ডিস্ট্রিক্ট পোস্টিং – ফুড এস আই পদে প্রায় ১০ থেকে ১৫ বছর পর্যন্ত চাকরি করার পর নিজের ইচ্ছে অনুযায়ী নিজের জেলার বাড়ির কাছাকাছি পোস্টিং নিতে পারেন তিনি। সেক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে এপ্লিকেশন করা বাধ্যতামূলক।

ফুড SI এর কাজের ধরন

একজন Food SI সাধারণত দু’রকম ভাবে কাজ করে থাকেন। প্রথমত, অফিস ডিউটি- সকাল ১০:০০ টা থেকে বিকেল ০৫:০০ টা পর্যন্ত। এক্ষেত্রে তাকে (WB Food SI Job Details 2024) কম্পিউটারে কাজ করতে হয় কাগজপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হয়। দ্বিতীয়ত, ফিল্ড ডিউটি- মূলত এই ফিল্ডের বেশিরভাগ ফুড এসআই কে নিয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে কাজের কোন সময় সীমা নেই। যখন যেখানে প্রয়োজন সেখানে যেতে হয়। 

Food SI কি কি কাজ করে থাকেন?

মূলত ফুটসেফটি সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকেন একজন ফুড সাব ইন্সপেক্টর। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- প্রত্যেক সপ্তাহে নিজের অধীনে থাকার সমস্ত রেশন ডিলারের কাছ থেকে রিপোর্ট নিয়ে তা ফুড ইন্সপেক্টরের কাছে পাঠানোর কাজ করেন একজন ফুড সাব ইন্সপেক্টর। নির্দিষ্ট সময় অন্তর রেশন কার্ড যাচাই করে সেগুলি বাতিল করার কাজ করে থাকেন একজন ফুড সাব-ইন্সপেক্টর।

নতুন রেশন কার্ড ইস্যু করার জন্য রিপোর্ট জমা করা, কোন রেশন ডিলারের কাছে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার যাচাই করে ফুড ইন্সপেক্টর এর কাছে রিপোর্ট পেশ করা, গ্রাহকরা রেশন ডিলারের কাছ থেকে ঠিকঠাক খাদ্যদ্রব্য পাচ্ছেন কিনা তা যাচাই করাই হলো ফুড সাব ইন্সপেক্টর এর কাজ। এছাড়াও বন্যা খরা কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য বিতরণ করতে হয়।

ফুড SI এর ছুটি (WB Food SI Job Details 2024)

সপ্তাহে মোট পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত ডিউটি করতে হয় ফুড সাব-ইন্সপেক্টর কে। শনি এবং রবিবার দু দিন ছুটি থাকে।

ফুড SI এর প্রমোশন

(a) ফুড সাব ইন্সপেক্টরের প্রমোশন হলে তিনি ফুড ইন্সপেক্টর পদে যোগ দেন সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ প্রয়োজন। আবার চাকরির সময়সীমার উপরেও প্রমোশন নির্ভরশীল।

(b) দীর্ঘ আট বছর ফুড ইন্সপেক্টর পদে চাকরি করার পর চিফ ফুড ইন্সপেক্টর পদে প্রমোশন হয়।

(c) ১০-১২ বছর চিফ ফুড ইন্সপেক্টর হিসেবে চাকরি করার পর সাব ডিভিশনাল কন্ট্রোলার পদে প্রমশন হয়।

(d) এরপর আরো ১০ থেকে ১২ বছর পর ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে প্রমোশন হয় চিফ ফুড ইন্সপেক্টরের।

ইডি (ED) অফিসার হতে চাইলে কি করবেন? কি যোগ্যতা লাগে? জানুন বিস্তারিত