WB Gram Panchayat Exam Practice Set 09 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৯, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 09 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিকপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৯ (WB Gram Panchayat Exam Practice Set 09)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 09

১) বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে ?

[A] ৫ই ফেব্রুয়ারি

[B] ৪ঠা ফেব্রুয়ারি

[C] ৭ই ফেব্রুয়ারি

[D] ৬ই ফেব্রুয়ারি

Answer – ৪ঠা ফেব্রুয়ারি

২) অন্ধপ্রদেশ কে পরাজিত করে Nagesh Trophy জিতল কোন রাজ্য ?

[A] কেরালা

[B] কর্ণাটক

[C] মহারাষ্ট্র

[D] তামিলনাড়ু

Answer – কর্ণাটক

৩) ২০২৪ প্যারিস অলিম্পিকের “মশাল বহনকারী” হিসেবে নির্বাচিত হলেন কে ?

[A] শীতল কুমারী

[B] নীরাজ চোপড়া

[C] অভিনব বিন্দ্রা

[D] সুমিত আন্তিল

Answer – অভিনব বিন্দ্রা

৪) boAt কোম্পানির নতুন ইনভেস্টার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে ?

[A] রণবীর কাপুর

[B] রণবীর সিং

[C] আমির খান

[D] শাহরুখ খান

Answer – রাণবীর সিং

৫) ভারতীয় পর্যটকদের জন্য কোন দেশের আইফেল টাওয়ারে UPI লঞ্চ করা হলো ?

[A] ফ্রান্স

[B] ইংল্যান্ড

[C] আমেরিকা

[D] স্পেন

Answer – ফ্রান্স

৬) কোথায় Vayu Shakti 2024 নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ার ফোর্স ?

[A] শিমলা

[B] জয়পুর

[C] জয়সালমির

[D] পানাজি

Answer – জয়সলমির

WB Gram Panchayat Exam Practice Set 09

৭) মহারাষ্ট্র সরকারের থেকে Maha Gaurav 2024 অ্যাওয়ার্ড পেলেন কে ?

[A] রতন টাটা

[B] অরুণ মুদি

[C] সুমন্ত আসলাম

[D] নিখিল ওয়াঘ

Answer – নিখিল ওয়াঘ

৮) কোথায় 37th Surajkund International Crafts Mela 2024- র উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু ?

[A] আহমেদাবাদ

[B] ফরিদাবাদ

[C] হায়দ্রাবাদ

[D] লক্ষ্ণৌ

Answer – ফরিদাবাদ, হরিয়ানা

৯) উত্তর ভারতের প্রথম Human DNA Bank তৈরি করা হচ্ছে কোথায় ?

[A] অযোধ্যা

[B] বারাণসী

[C] গান্ধীনগর

[D] পাটনা

Answer – বারাণসী

১০) স্মার্ট পুলিশিং এর জন্য সেল্ফ-ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে কোথাকার পুলিশ ?

[A] উত্তরাখণ্ড

[B] সিকিম

[C] অন্ধ্রপ্রদেশ

[D] কেরালা

Answer – উত্তরাখন্ড

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোন হাইকোর্টের প্রধান মহিলা বিচারপতি হিসেবে শপথ নিলেন রিতু বাহরী ?

A] উত্তরাখণ্ড

[B] মাদ্রাজ

[C] গৌহাটি

[D] কলকাতা

Answer – উত্তরাখন্ড হাইকোর্ট

১২) ‘Outstanding Business Women of the Year- 2023’ অ্যাওয়ার্ড জিতলেন কে ?

[A] ফাল্গুনী নায়ার

[B] নমিতা থাপার

[C] বিণা মোদী

[D] কিরণ মজুমদার

Answer – বিণা মোদী

১৩) কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরি ?

[A] গুজরাট

[B] উত্তরাখন্ড

[C] আসাম

[D] বিহার

Answer – উত্তরাখন্ড

১৪) 67th All India Police Duty Meet আয়োজিত হচ্ছে কোথায় ?

[A] কোচি

[B] নিউ দিল্লি

[C] সুরাট

[D] লক্ষ্ণৌ

Answer – লক্ষ্ণৌ

১৫) সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ ?

[A] লাল কৃষ্ণ আদ্ভানি

[B] রাজনাথ সিং

[C] কেউই নন

[D] উভয়ই

Answer – লাল কৃষ্ণ আদভানি

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here