WB Gram Panchayat Exam Practice Set 45 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪৫, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 45 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪৫ (WB Gram Panchayat Exam Practice Set 45)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 45

১) 2024 Military Strength Rankings- এ ভারতের স্থান কত

[A] দ্বিতীয়

[B] প্রথম

[C] চতুর্থ

[D] তৃতীয়

Answer – চতুর্থ

প্রথম স্থানে রয়েছে আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন

২) বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের এক নং দাবা খেলোয়াড় হলেন কে ?

[A] আর. প্রজ্ঞানন্ধ

[B] ডি. গুকেস

[C] কনেরু হাম্পী

[D] কেউই নন

Answer – আর. প্রজ্ঞানন্ধ

৩) Startup Ranking 2022- এ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্যে ?

[A] উত্তর প্রদেশ

[B] গুজরাট

[C] কেরালা

[D] তামিলনাড়ু

Answer – গুজরাট

৪) ভারতের Most Valuable PSU- এর তকমা পেল কোন কোম্পানি ?

[A] HDFC Bank

[B] SBI

[C] Infosys

[D] LIC

Answer – LIC

৫) ষাঁড় বশ মানানো ‘জাল্লিকাট্টু’ উৎসব শুরু হলো কোথায় ?

[A] কর্ণাটক

[B] তামিলনাড়ু

[C] নাগাল্যান্ড

[D] তেলেঙ্গানা

Answer – তামিলনাড়ু

WB Gram Panchayat Exam Practice Set 45

৬) ১ বছর দীর্ঘ “রামায়ণ উৎসব” আয়োজন করেছে কোন দেশ ?

[A] ইন্দোনেশিয়া

[B] শ্রীলংকা

[C] ভারত

[D] থাইল্যান্ড

Answer – ভারত

দিল্লিতে অনুষ্ঠিত হবে এই উৎসব

৭) সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায় ?

[A] সিকিম

[B] মনিপুর

[C] মেঘালয়

[D] হিমাচল প্রদেশ

Answer – সিকিম

৮) এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

[A] সন্দীপ শেট্টি

[B] মহেশ্বর রাও

[C] মঈনুল আলম

[D] কৌশিক পান্ডে

Answer – মহেশ্বর রাও

৯) Ukraine Peace Summit হোস্ট করছে কোন দেশ ?

[A] আমেরিকা

[B] ভারত

[C] সুইডেন

[D] সুইজারল্যান্ড

Answer – সুইজারল্যান্ড

১০) 2023 FIFA’s Player of The Year Award জিতলেন কোন দেশের ফুটবলার Aitana Bonmati ?

[A] পর্তুগাল

[B] আর্জেন্টিনা

[C] স্পেন

[D] ফ্রান্স

Answer – স্পেন

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) Mahtari Vandana Yojana 2024- লঞ্চ করল কোন রাজ্য ?

[A] বিহার

[B] উত্তর প্রদেশ

[C] রাজস্থান

[D] ছত্রিশগড়

Answer – ছত্রিশগড়

১২) বিশ্বের মূল্যবান আইটি ব্রান্ডের তালিকায় TCS- এর স্থান কত ?

[A] দ্বিতীয়

[B] প্রথম

[C] পঞ্চম

[D] তৃতীয়

Answer – দ্বিতীয়

১৩) এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল ইভেন্ট Wings India 2024 অনুষ্ঠিত হচ্ছে কোথায় ?

[A] বেঙ্গালুরু

[B] হায়দ্রাবাদ

[C] নিউ দিল্লি

[D] চেন্নাই

Answer – হায়দ্রাবাদ

১৪) কোথায় নতুন স্পেসক্রাট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি চালু করল Pixxel কোম্পানি ?

[A] মুম্বাই

[B] কোচি

[C] কন্যাকুমারী

[D] বেঙ্গালুরু

Answer – বেঙ্গালুরু

১৫) আন্তর্জাতিক টি- 20 ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকা প্রথম স্থান অর্জন করলেন কে ?

[A] বিরাট কোহলি

[B] রোহিত শর্মা

[C] বাবার আজাম

[D] গ্লেন ম্যাক্সওয়েল

Answer – রোহিত শর্মা

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here