WB Gram Panchayat Exam Practice Set 47 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪৭, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 47 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪৭ (WB Gram Panchayat Exam Practice Set 47)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 47

১) শিক্ষার ট্রান্সফর্মেশন এর জন্য ‘My School-My Pride’ ক্যাম্পেইন লঞ্চ করল কে ?

[A] হিমাচল প্রদেশ

[B] কেরালা

[C] উত্তরাখণ্ড

[D] গুজরাট

Answer – হিমাচল প্রদেশ

২) Best Airport Award জিতল কোন এয়ারপোর্ট ?

[A] দিল্লি

[B] বেঙ্গালুরু

[C] কোনোটিই নয়

[D] উভয়ই

Answer – উভয়ই

৩) আগত ৫ বছরের জন্য IPL Title Sponsor হলো কোন কোম্পানি ?

[A] Adani Group

[B] Tata Group

[C] Byju’s

[D] Jio

Answer – Tata Group

৪) “Conversations With Aurangzeb” শিরোনামে উপন্যাস লিখলেন কে ?

[A] সুধা মূর্তি

[B] চারু নিবেদিতা

[C] ঝুম্পা লাহিড়ী

[D] অরুন্ধতী রায়

Answer – চারু নিবেদিতা

৫) PepsiCo India- র নতুন CEO পদে নিযুক্ত হলেন কে ?

[A] জাগ্রুত কটেচা

[B] আহমেদ আল শেখ

[C] মিহির কুমার

[D] ময়ূখ ভট্ট

Answer – জাগ্রুত কটেচা

WB Gram Panchayat Exam Practice Set 47

৬) ভারতের প্রথম Graphene Center তৈরি করা কোথায় ?

[A] মহারাষ্ট্র

[B] তামিলনাড়ু

[C] কর্ণাটক

[D] কেরালা

Answer – কেরালা

৭) ভারত ভারতের প্রথম রাজ্য হিসেবে Regenerative Tourism লঞ্চ করেছে কে ?

[A] পাঞ্জাব

[B] অন্ধ্রপ্রদেশ

[C] গোয়া

[D] রাজস্থান

Answer – গোয়া

৮) কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভিরা রানা ?

[A] মধ্যপ্রদেশ

[B] মনিপুর

[C] আসাম

[D] নাগাল্যান্ড

Answer – মধ্যপ্রদেশ

৯) চাঁদের মাটির স্পর্শ করা পঞ্চম দেশ হলো কে ?

[A] জাপান

[B] ভারত

[C] ব্রাজিল

[D] ইজরায়েল

Answer – জাপান

১০) ‘Why Bharat Matters’ শিরোনামে বই লিখলেন কে ?

[A] চেতন ভগৎ

[B] এস. জয়শঙ্কর

[C] সমীর শাহ

[D] নরেন্দ্র মোদী

Answer – এস. জয়শঙ্কর

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ICC U- 19 Cricket World Cup 2024 হোস্ট করছে কোন দেশ ?

[A] নিউজিল্যান্ড

[B] অস্ট্রেলিয়া

[C] শ্রীলংকা

[D] সাউথ আফ্রিকা

Answer – সাউথ আফ্রিকা

১২) কোন ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হলেন প্রবীণ আচুথান কুট্টি ?

[A] DCB Bank

[B] IDBI Bank

[C] HDFC Bank

[D] কোনোটিই নয়

Answer – DCB Bank

১৩) “Haeil-5-23” নামে জলের নিচে পারমানবিক অস্ত্র পরীক্ষা করল কোন দেশ ?

[A] দক্ষিণ কোরিয়া

[B] উত্তর কোরিয়া

[C] চীন

[D] জাপান

Answer – উত্তর কোরিয়া

১৪) 13th khelo India youth games- এর উদ্বোধন করা হলো কোথায় ?

[A] বারাণসী

[B] বেঙ্গালুরু

[C] চেন্নাই

[D] ইন্দোর

Answer – চেন্নাই

১৫) সম্প্রতি কোথাকার হনুমান গারহি  বেসন লাড্ডু GI tag পেল ?

[A] বারাণসী

[B] অযোধ্যা

[C] লখনউ

[D] কানপুর

Answer – অযোধ্যা

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here