WB Gram Panchayat Exam Practice Set 72 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭২, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 72 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭২ (WB Gram Panchayat Exam Practice Set 72)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 72

১) প্রথম National Women’s Hockey League অনুষ্ঠিত হবে কোথায় ?

[A] চেন্নাই

[B] রাঁচি

[C] লখনৌ

[D] হায়দ্রাবাদ

Answer – রাঁচি

২) Hurun’s Global Unicorn Index 2024- এ ভারতের স্থান কত ?

[A] প্রথম

[B] তৃতীয়

[C] পঞ্চম

[D] দ্বিতীয়

Answer – তৃতীয়

৩) WOW World Literary Prize জিতলেন কোন ভাষার লেখিকা মমতা জি. সাগর ?

[A] উর্দু

[B] মালায়ালম

[C] হিন্দি

[D] কন্নড়

Answer – কন্নড়

৪) কোন দেশের থেকে ২৪ টি Igla-S Anti- Aircraft পেল ভারত ?

[A] আমেরিকা

[B] রাশিয়া

[C] ফ্রান্স

[D] ইজরায়েল

Answer – রাশিয়া

৫) সম্প্রতি প্রয়াত “ঈশ্বর কণা”- র আবিষ্কর্তা Peter Higgs কোন দেশের পদার্থবিদ ছিলেন ?

[A] সুইডেন

[B] জাপান

[C] ব্রিটেন

[D] জার্মানি

Answer – ব্রিটেন

WB Gram Panchayat Exam Practice Set 72

৬) সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী,  মাটি ক্ষয়ের কারণে ভারত মোট কত বর্গ কিলোমিটার ভূমি হারিয়েছে ?

[A] ২০০০

[B] ১৫০০

[C] ২৫০০

[D] ১০০০

Answer – ১৫০০ বর্গ কিলোমিটার

৭) 2024 Jack Swigert Jr. Award জিতল কোন দেশের চন্দ্র মিশনের টিম ?

[A] ইজরায়েল

[B] চীন

[C] জাপান

[D] ভারত

Answer – ভারত

৮) সম্প্রতি GI Tag পেল কোন রাজ্যের বিহু ঢোল এবং জাপি ?

[A] নাগাল্যান্ড

[B] ত্রিপুরা

[C] আসাম

[D] মনিপুর

Answer – আসাম

৯) হেপাটাইটিস বি এবং সি সংক্রমনের তালিকায় বিশ্বের মধ্যে ভারতের স্থান কত ?

[A] দ্বিতীয়

[B] প্রথম

[C] চতুর্থ

[D] তৃতীয়

Answer – দ্বিতীয়

১০) লাক্ষাদ্বীপের ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হল কোনটি ?

[A] Axis Bank

[B] HDFC Bank

[C] IDFC Bank

[D] ICICI Bank

Answer – HDFC Bank

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ২০২৮ অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসেবে নিযুক্ত হলেন কে ?

[A] মানপ্রীত সিং

[B] হরেন্দ্র সিং

[C] বিমল কুমার

[D] দিলজিৎ সিং

Answer – হরেন্দ্র সিং

১২) International Narcotics Control Board- এর মেম্বার হিসেবে পুনরায় নির্বাচিত হলেন ভারতের কে ?

[A] সত্য প্রকাশ

[B] সুমন কুমারী

[C] জগজিৎ পাভাদিয়া

[D] সনৎ সিং

Answer – জগজিৎ পাভাদিয়া

১৩) নেপালে UPI প্রমোট করার জন্য eSewa- র সাথে পার্টনারশিপ বলল কোন কোম্পানি ?

[A] BharatPe

[B] Gpay

[C] Paytm

[D] PhonePe

Answer – PhonePe

১৪) ‘I Can Coach’ শিরোনামে বই রিলিজ করলেন কোন কোচিং লিডার ?

[A] সন্দীপ মহেশ্বরী

[B] আলাখ পান্ডে

[C] সিদ্ধার্থ রাজশেখর

[D] ভৈরব ঠাকুর

Answer – সিদ্ধার্থ রাজশেখর

১৫) SJVN Limited- এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

[A] তপন ডেকা

[B] সুনীল শর্মা

[C] সৃষ্টিধর বেরা

[D] কেউই নন

Answer – সুনীল শর্মা

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here