WB Panchayat Recruitment 2024 – পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Panchayat Recruitment 2024 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে একাধিক পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে । এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাASHA Selection Committee Kalimpong Sub-Division, Kalimpong
পদের নামআশা / ASHA
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ ০৫-০১-২০২৪

নতুন চাকরির খবর –কলকাতা হাইকোর্টে চাকরি, বাংলা ভাষা জানলে আবেদন করুন

পদের নাম ও শূন্যপদ (WB Panchayat Recruitment 2024)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – আশা / ASHA।

২) এখানে মোট ০৯ জনকে নিয়োগ করা হবে। সংস্থা বিজ্ঞপ্তি অনুযায়ী যার মধ্যে Nimbong, Dungra, Kagay, Gitdubling এবং Sangsay গ্রাম পঞ্চায়েত নিয়োগ হবে।

বয়স সীমা ও বেতন (WB Panchayat Recruitment 2024)

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। 

২) বেতন নিয়ে সংস্থার বিজ্ঞপ্তিতে কোন কিছু উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা 

উল্লেখিত পথে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই মহিলা হতে হবে এছাড়া বিবাহিত, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারা একমাত্র এখানে আবেদন করতে পারবে।  এছাড়া যেখান থেকেই বিজ্ঞপ্তি বেড়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে ও অতি অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

kalimpong.gov.in পোর্টালে পাওয়া (WB Panchayat Recruitment 2024) তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,(যদি থাকে)
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,

নিয়োগ প্রক্রিয়া (WB Panchayat Recruitment 2024)

এখানেও প্রার্থীদের শিক্ষগত যোগ্যতা, ইন্টারভিউ উপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫-১২-২০২৩
আবেদন শেষ০৫-০১-২০২৪ 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটkalimpong.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – জেলায় অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরি,