WB State School Teacher Job 2023 – জেলার স্কুলে গ্রুপ সি ও ডি নিয়োগ,একাধিক শূন্যপদে চাকরি,

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB State School Teacher Job 2023 – রাজ্য সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। রাজ্যের উত্তর দিনাজপুর জেলার চারটি মডেল স্কুলে গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।

তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি  প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাSDO Office Uttar Dinajpur / District Inspector of Schools (SE), U/D.
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমইন্টারভিউ
ইন্টারভিউ তারিখ০৯-১১-২০২৩ থেকে শুরু 

নতুন চাকরির খবর – জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১২,০০০/-টাকা

গভঃ মডেল স্কুল, ইটাহার (WB State School Teacher Job 2023)

পদের নাম – গেস্ট টিচার

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা এখানে (WB State School Teacher Job 2023) আবেদন করতে পারবে। এখানে ম্যাথেম্যাটিক্স, ভূগোল, এবং ভৌত বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
২) শূন্যপদ – এই পদে ০৩ জনকে নিয়োগ করা হবে।৩) বয়স সীমা – এই পদে আবেদন (WB State School Teacher Job 2023) করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

গভঃ মডেল স্কুল, কালিয়াগঞ্জ

পদের নাম – গেস্ট টিচার

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ের অবসরপ্রাপ্ত এখানে আবেদন করতে পারবে। এখানে ম্যাথেম্যাটিক্স, ভূগোল, এবং ভৌত বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
২) শূন্যপদ – এই পদে ০২ জনকে নিয়োগ করা হবে।৩) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

গভঃ মডেল স্কুল, গোলপখর ১

পদের নাম – গেস্ট টিচার (WB State School Teacher Job 2023)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা এখানে আবেদন করতে পারবে। এখানে ম্যাথেম্যাটিক্স, ভূগোল, এবং ভৌত বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
২) বয়স সীমা – এই পদে আবেদন (WB State School Teacher Job 2023) করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

পদের নাম – গ্রুপ সি

১) শিক্ষাগত যোগ্যতা – অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে প্রার্থীদের।
২) শূন্যপদ – এই পদে ০২ জনকে নিয়োগ করা হবে।

পদের নাম – গ্রুপ ডি

১) শিক্ষাগত যোগ্যতা – অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে প্রার্থীদের।
২) শূন্যপদ – এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।

গভঃ মডেল স্কুল, গোলপখর ২

পদের নাম – গেস্ট টিচার

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা এখানে আবেদন করতে পারবে। এখানে ম্যাথেম্যাটিক্স, ভূগোল, এবং ভৌত বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
২) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

uttardinajpur.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি (WB State School Teacher Job 2023)

এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে অফলাইন বা অনলাইন কোন মাধ্যমে আবেদন করতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। সেক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার জন্য অবশ্যই নির্দিষ্ট দিন ও সময় ইন্টারভিউস স্থানে চলে যেতে হবে। সঙ্গে প্রয়োজনীয় সমস্ত অরজিনাল ও জেরক্স নথি নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। এই সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে যাচাই করে তবেই নিজের দায়িত্বে ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যাবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৪-১০-২০২৩
ইন্টারভিউ তারিখ০৯-১১-২০২৩ থেকে শুরু

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটuttardinajpur.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF 1Download Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF 2Download Now

নতুন চাকরির খবর – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা