WB Summer Vacation Update -গরমের ছুটি শেষ, এবার বিদ্যালয়ে চালু হওয়ার নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। প্রচন্ড গরমের মধ্যে নাভিশ্বাস উঠছিল ছোট থেকে বড় সকলের। প্রচন্ড গরমের কারণে পশ্চিমবঙ্গের বিদ্যালয় গুলিতে গরমের ছুটি বৃদ্ধি করা হয়েছিল। প্রতিবছর মে মাসের ৬ তারিখ থেকে এ রাজ্যের সকল সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে।
RPF কনস্টেবল হতে চান? RPF এর মাসিক বেতন? সবটাই এই প্রতিবেদনে
এ বছর একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে লোকসভা ভোটের কথা মাথায় রেখে এগিয়ে নিয়ে আসা হয়েছিল ছুটি। এপ্রিল মাসের শেষ থেকে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু কবে খুলবে স্কুলগুলি?
গরমের ছুটি বাড়লো আবার (WB Summer Vacation Update)
আগামী ২ জুন গরমের ছুটি শেষ হয়ে পরের দিন অর্থাৎ ৩ জুন তারিখে স্কুলগুলি খোলার কথা ছিল। তবে এবার ছাত্র-ছাত্রীদের জন্য রইল বিরাট সুখবর। প্রচন্ড গরমের কারণে আবারও বাড়িয়ে দেওয়া হলো গ্রীষ্মের ছুটির মেয়াদ। ২৭ শে মে সোমবার পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিশ জারি করে ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের নোটিশের বিষয়বস্তু
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জারি করা নোটিশে জানানো হয়েছে যে, আগামী ৩ জুন তারিখ থেকে (WB Summer Vacation Update) বিদ্যালয় গুলি খুলে গেলেও, ঐদিন থেকেই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে হবে না। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরাই বিদ্যালয়ে যাবেন। পড়ুয়াদের জন্য আগামীর ৯ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হলো। ১০ জুন তারিখ থেকে তাদের ছুটি কাটিয়ে স্কুলে আসতে হবে।
শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষা কর্মচারীদের কেন যেতে হবে বিদ্যালয়ে?
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিশ জারি করে ছাত্রছাত্রীদের জন্য ছুটির কথা বলা হলেও (WB Summer Vacation Update) শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের জন্য ছুটি বাড়ানো হয়নি।
বিনামূল্যে অতিরিক্ত রেশন দেওয়া হবে! সম্পূর্ণ সুখবরটি জানুন এখনই
তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেহেতু ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসবে না তাহলে ঠিক কোন কাজের জন্য বিদ্যালয় ওই এক সপ্তাহ যেতে হবে শিক্ষক শিক্ষিকাদের? আসলে স্কুলগুলিতে লোকসভা নির্বাচনের জন্য বুথ করা হয়েছিল। ভোট মিটে যাওয়ার পর স্কুলগুলিতে পঠন-পাঠনের পরিবেশ তৈরি করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা (WB Summer Vacation Update)
এক মাসেরও বেশি সময় ধরে গরমের ছুটি কাটানোর কারণে পড়াশোনায় খুবই ক্ষতি হয়েছে ছাত্র-ছাত্রীদের। তাই সেই ক্ষতিপূরণ করার জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। নির্বাচনের পরে বিদ্যালয়গুলিতে যাতে পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি করা হয় সেই জন্য আপাতত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষকদের ছুটি দেওয়া হয়নি।
পরবর্তী এক সপ্তাহ পর স্কুলে গেলে পড়ুয়ারা আগের মতো স্বাভাবিকভাবে ক্লাস করতে পারবে। যদিও অতিরিক্ত ক্লাস করানো নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
স্কুলে এবার ফ্রি WIFI ইন্টারনেট পরিষেবা! কোন কাজে ব্যবহার হবে এই ইন্টারনেট?