WBPSC Food SI Practice Set 06 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৬, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন

WBPSC Food SI Practice Set 06 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 06)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন 

১) নিম্নলিখিত কোন রাষ্ট্র ‘বজ্রপাতের দেশ’ নামে পরিচিত?

[A] জাপান

[B] তিব্বত

[C] ভুটান

[D] তাইওয়ান

Answer – ভুটান

২) মুঘল যুগের তাম্র মুদ্রার নাম কি ছিল?

[A] দাম

[B] নিষ্ক

[C] টাকা

[D] মনা

Answer – দাম

WBPSC Food SI Practice Set 06

৩) কত খ্রিস্টাব্দে কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করে?

[A] 1940

[B] 1938

[C] 1937

[D] 1939

Answer – 1937

৪) মানুষের শরীরে কোনটি সবচাইতে কঠিন বস্ত?

[A] অস্হি

[B] ডেন্টাইন

[C] এনামেল

[D] নখ

Answer – এনামেল

৫) অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

[A] অশ্বিনী কুমার দত্ত

[B] সুবোধ চন্দ্র মল্লিক

[C] শচীন্দ্র প্রসাদ বসু

[D] সতীশচন্দ্র মুখোপাধ্যায়

Answer – শচীন্দ্র প্রসাদ বসু

৬) বাংলা সাহিত্যে জরাসন্ধ নামে পরিচিত ছিলেন

[A] অখিল নিয়োগী

[B] চারুচন্দ্র চক্রবর্তী

[C] ভবানী সেনগুপ্ত

[D] কালীপ্রসন্ন সিংহ

Answer – চারুচন্দ্র চক্রবর্তী

WBPSC Food SI Practice Set 06

৭. রামচরিতের রচয়িতা কে?

[A] জয়দেব

[B] শুভাকর গুপ্ত

[C] অনিরুদ্ধ

[D] সন্ধ্যাকর নন্দী

Answer – সন্ধ্যাকর নন্দী

৮) চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কে বলে

[A] হ্যারিকেন

[B] টর্নেডো

[C] টাইফুন

[D] সাইক্লোন

Answer – টাইফুন

৯) একমাত্র কোন মুসলমান শাসক কাংড়া দুর্গ জয় করেন?

[A] জাহাঙ্গীর

[B] শেরশাহ

[C] আলাউদ্দিন

[D] আকবর

Answer – জাহাঙ্গীর

১০) সিমসা ও ভবানী কার উপনদী?

[A] গোদাবরী

[B] কৃষ্ণা

[C] কাবেরী

[D] নর্মদা

Answer – কাবেরী

১১) মহাবীরের পূর্বতম তীর্থংকরের নাম কী?

[A] গোসাল

[B] ঋষভনাথ

[C] বর্ধমান

[D] পার্শ্বনাথ

Answer – পার্শ্বনাথ

১২) রবীন্দ্রনাথ ঠাকুর কোন সৃজনশীল কাজের জন্য নোবেল পুরস্কার পান?

[A] গোরা

[B] প্রভাতী সংগীত

[C] গীতাঞ্জলি

[D] শান্তিনিকেতন

Answer – গোরা

WBPSC Food SI Practice Set 06

১৩) জিরোপথ্যালমিয়া রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] ত্বক

[B] কান

[C] জিহ্বা

[D] চোখ

Answer – চোখ

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০২, প্রস্তুতি নিতে শুরু করুন

১৪) সর্দার চলচ্চিত্রের নির্দেশক কে?

[A] তপন সিংহ

[B] শ্যাম বেনেগাল

[C] দাশগুপ্ত

[D] কেতন মেহতা

Answer – কেতন মেহতা

১৫) দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থল এর নাম কি?

[A] বীরভূমি

[B] বিজয়ঘাট

[C] শান্তিবন

[D] রাজঘাট

Answer – রাজঘাট

রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।