WBPSC Food SI Practice Set 08 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 08)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
১) নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
ক) মুম্বাই
খ) চেন্নাই
গ) কলকাতা
ঘ) দিল্লী
Answer- চেন্নাই
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন
২) মানব দেহের কোন অঙ্গ বেরিবেরি রোগ দ্বারা আক্রান্ত হয় ?
ক) স্নায়ুতন্ত্র
খ) যকৃত
গ) বৃক্ক
ঘ) শ্বাসযন্ত্র
Answer- স্নায়ুতন্ত্র
WBPSC Food SI Practice Set 08
৩) কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয় ?
ক) স্পাম
খ) বাগস
গ) ভাইরাস
ঘ) ফোলিস
Answer- বাগস
৪) নীচের কোনটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী ?
ক) টালপা
খ) একিডনা
গ) টেরোপাস
ঘ) লেমুর
Answer – একিডনা
৫) প্রতিবছর কোন তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয় ?
ক) ১০ই সেপ্টেম্বর
খ) ১০ই অক্টোবর
গ) ১০ই নভেম্বর
ঘ) ১০ই ডিসেম্বর
Answer – ১০ই ডিসেম্বর
৬) গোল্ডেন গার্ল কার আত্মজীবনী ?
ক) পি টি ঊষা
খ) স্মৃতি মন্ধনা
গ) সানিয়া মির্জা
ঘ) রাধা যাদব
Answer – পি টি ঊষা
WBPSC Food SI Practice Set 08
৭) ফারাক্কা বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
ক) পশ্চিমবঙ্গ
খ) আসাম
গ) উত্তরপ্রদেশ
ঘ) ঝাড়খণ্ড
Answer – পশ্চিমবঙ্গ
৮) কত সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় ?
ক) ১৯৫১ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৪৯ সালে
ঘ) ১৯৫২ সালে
Answer – ১৯৫২ সালে
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০২, প্রস্তুতি নিতে শুরু করুন
৯) ১৩ হাইড্রোজেন কে আবিষ্কার করেন ?
ক) আলফ্রেড নোবেল
খ) মাইকেল ফ্যারাডে
গ) ক্যাভেন্ডিস
ঘ) আলভা এডিসন
Answer – ক্যাভেন্ডিস
১০) মরুস্থলী ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) রাজস্থান
খ) মধ্যপ্রদেশ
গ) উত্তরপ্রদেশ
ঘ) গুজরাট
Answer – মধ্যপ্রদেশ
১১) নীচের কোনটি প্রোটিনের সবচেয়ে উৎকৃষ্ট উৎস ?
ক) মাখন
খ) মাছ
গ) লেটুস
ঘ) দুধ
Answer – দুধ
১২) ‘ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে ?
ক) সতীনাথ ভাদুড়ী
খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) বনফুল
Answer – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
WBPSC Food SI Practice Set 08
১৩) ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন ?
ক) মাইকেল ফ্যারাডে
খ) আলভা এডিসন
গ) আলফ্রেড নোবেল
ঘ) গ্রাহাম বেল
Answer – মাইকেল ফ্যারাডে
১৪) কালো পতাকা কিসের প্রতীক ?
ক) বিদ্বেষ
খ) হতাশা
গ) প্রতিবাদ
ঘ) শোক
Answer – প্রতিবাদ
১৫) কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেললাইন স্থাপন এবং চালু হয় ?
ক) ক্রিস্টোফার
খ) লর্ড ক্যানিং
গ) লর্ড কর্নওয়ালিস
ঘ) লর্ড ডালহৌসি
Answer – লর্ড ডালহৌসি
নতুন চাকরির খবর – রাজ্যে যোগা ইন্সট্রাক্টর কর্মী নিয়োগ, পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন যোগ্য