WBPSC Food SI Practice Set 10 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১০, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 10 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১০ (WBPSC Food SI Practice Set 10)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Food SI Practice Set 10

১) নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে?

[A] প্রতাপগড়
[B] কালাটা
[C] কোয়েটা
[D] মেহেরগড়

Answer – মেহেরগড়

২) ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য হল—

[A] বিহার
[B] তামিলনাড়ু
[C] উত্তরপ্রদেশ
[D] অন্ধ্রপ্রদেশ

Answer – অন্ধ্রপ্রদেশ

৩) অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

[A] গিরিশচন্দ্র ঘোষ
[B] রবার্ট নাইট
[C] শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
[D] শিশির কুমার ঘোষ

Answer – শিশির কুমার ঘোষ

WBPSC Food SI Practice Set 10

৪) ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন?

[A] মাদ্রাজ
[B] সুরাট
[C] সুতানুটি
[D] বোম্বে

Answer – সুরাট

৫) গাছপালা কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে?

[A] বায়ুমণ্ডল
[B] আলো
[C] মাটি
[D] ক্লোরোফিল

Answer – মাটি

৬) শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?

[A] গ্যাসে
[B] কঠিন পদার্থে
[C] তরলে
[D] শূন্যস্থানে

Answer – কঠিন পদার্থে

৭) ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান হল

[A] ৪২ শতাংশ
[B] ৫০ শতাংশ
[C] ৬২ শতাংশ
[D] ২৩ শতাংশ

Answer – ৬২ শতাংশ

৮) পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির ’আচার্য’ হলেন—

[A] রাজ্যের রাজ্যপাল
[B] রাজ্যের শিক্ষামন্ত্রী
[C] রাজ্যের মুখ্যমন্ত্রী
[D] কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

Answer – রাজ্যের রাজ্যপাল

WBPSC Food SI Practice Set 10

৯) নির্বাচন কমিশন কার অধীনে?

[A] সুপ্রিম কোর্ট
[B] রাষ্ট্রপতি
[C] সংসদ
[D] কোনোটিই নয়

Answer – কোনোটিই নয়

১০) কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানের সব থেকে বেশি পরিবর্তন হয়েছে?

[A] ৪২ তম সংশোধনী আইন
[B] ৭২ তম সংশোধনী আইন
[C] ৪৪ তম সংশোধনী আইন
[D] ৯৩ তম সংশোধনী আইন

Answer – ৪২ তম সংশোধনী আইন

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) রবীন্দ্রনাথের ‘গোরা’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?

[A] 919
[B] 1907
[C] 19141
[D] 1905

Answer – 1907

১২) পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি?

[A] সান্দাকফু
[B] ঘুম
[C] ফালুট
[D] টংলু

Answer – সান্দাকফু

১৩) অসম বাংলা থেকে পৃথক হয়েছিল কত সালে?

[A] 1897
[B] 1874
[C] 1902
[D] 1905

Answer – 1874

১৪) পৃথিবী সূর্যের সবথেকে কাছে আসে—

[A] 4 জুলাই
[B] 21 মার্চ
[C] 23 সেপ্টেম্বর
[D] 3 জানুয়ারি

Answer – 3 জানুয়ারি

১৫) কোনটি অচল অস্থিসন্ধি?

[A] সাইনোভিয়াল সন্ধি
[B] কজি সন্ধি
[C] পিভট সন্ধি
[D] করোটির সন্ধিAnswer – করোটির সন্ধি

নতুন চাকরির খবর – Click Here